শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমার্ধে হলো সেয়ানে সেয়ানে গোলশূন্য লড়াই!

স্পোর্টস ডেস্ক: সেমিফাইনাল হচ্ছে সেমিফাইনালের মতোই দুর্দান্ত এক ম্যাচে। খেলায় আছে দুর্দান্ত। আছে লং পাসের দর্শন। হয়েছে বেশ কয়েকটি কাউন্টার অ্যাটাক।

সব মিলিয়ে ইউরোপিয়ান ফুটবলের পাওয়ার ফুটবলের ৪৫ মিনিটের দারুণ এক দর্শন উপভোগ করল সমর্থকরা। ৭ মিনিটে ইমোবেলে ইতালিকে এগিয়ে নেওয়ার সুযোগ পেলেও স্পেনের ডিফেন্স তা ধুলিসাৎ করে দেয়। পাল্টা আক্রমণে গেছে লা রোজারাও।

মূলত ২৪ মিনিটে অন টার্গেটে প্রথম শটে করে স্পেনের ফরোয়ার্ড ড্যানিয়েল ওলমো। কিন্তু ইতালির জিয়ালুজির বিশ্বস্ত হাত তা প্রতিহত করে। ৩৯ মিনিটে আবার স্পেন কাউন্টার অ্যাটাকে কিন্তু মিকেল ওজাবাল বল ভাসিয়ে দেন আকাশের ঠিকানায়।

ইতালিয়ান কোচ রবার্তো মানচিনি ও স্পেনিশ কোচ লুইস এনরিকের ফরমেশন আক্রমণাত্বক ৪-৩-৩। বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ইতালি এ নিয়ে মোট ১২ বার বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে একমাত্র জার্মানি তাদের থেকে বেশি ২০ বার এমন কৃতিত্ব দেখিয়েছে।

শুধু তাই নয়, চলতি ইউরোয় যে চারটি দল সেমিফাইনালে উঠেছে, একমাত্র ইতালিই ৫টি ম্যাচের সব কটিতে জিতেছে।
তবে অতীত পরিসংখ্যানে এগিয়ে স্প্যানিশরাই। এখন পর্যন্ত স্পেন-ইতালি ৩৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে স্পেন জিতেছে ১২টি ম্যাচ এবং ড্র হয়েছে ১৩টিতে। অন্যদিকে ইতালি জিতেছে ৯টিতে।

ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় টুর্নামেন্টে এর আগে ৯ বার পরস্পরের বিরুদ্ধে মাঠে নেমেছে ইতালি ও স্পেন। ইতালি জিতেছে ৪টি ম্যাচ। ড্র হয়েছে ৪টি ম্যাচ। স্পেন জিতেছে ১টি ম্যাচ। অবশ্য স্পেনের বিরুদ্ধে শেষ ১৪টি ম্যাচে মাঠে নেমে মাত্র দুবার জিতেছে ইতালি। ৭টি ম্যাচ ড্র হয়। ৫টি ম্যাচ জেতে স্পেন।

২০১২ ইউরোর ফাইনালে ইতালিতে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্প্যানিশরা। পরের আসরের রাউন্ড অব সিক্সটিনে আবার প্রতিশোধ নেয় আজ্জুরিরা। জিতে যায় ২-০ গোলে। ২০১৭ তে দেখা হওয়া শেষ ম্যাচটায় আবার জয়ী হয় স্পেন। এবার কি তাহলে ইতালির পালা? অপেক্ষায় ওয়েম্বলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়