ডেস্ক রিপোর্ট: মারা গেলেন ১২৯ বছর বয়সী এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি মো. আইন উদ্দিন মিয়া (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
সোমবার ভোরে উপজেলার গোড়াই ইউনিয়নের কদিম দেওহাটা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উপজেলার সবচেয়ে প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শোক জানিয়েছেন, স্থানীয় এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন, সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ অনেকেই।
আইন উদ্দিনের ভাতিজা ইউপি মেম্বার বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান মিয়া জানান, ১৮৯৩ সালের ১০ মে তার চাচা জন্মগ্রহণ করেন। ১৭ ছেলেমেয়ের মধ্যে দুই ছেলে এবং এক মেয়ে জীবিত আছেন। নাতি-নাতনির সংখ্যা ৪১ জন।
শাজাহান মিয়া আরও জানান, তার চাচা ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। এলাকার বিভিন্ন সামাজিক কাজ করায় প্রতিটি মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয়। তার কখনো অসুখ হয়নি এবং ওষুধও কিনতে হয়নি। বয়সের ভারে বেশ কিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। ইত্তেফাক