শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন গঠনের পক্ষে প্রস্তাব পাস ◈ হায়দার আকবর খান রনো মারা গেছেন ◈ ডোনাল্ড লু’র ছয়দিনের সফর শুরু, ভারত ও শ্রীলঙ্কা হয়ে বাংলাদেশ আসছেন ১৪ মে ◈ লোহাগড়ায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু ◈ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস  ◈ জিম্বাবুয়ের বিরুদ্ধে টানা চার জয় বাংলাদেশের ◈ বন্দি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর অমানবিক নির্যাতনের তথ্য-ছবি ফাঁস ◈ গাজার রাফাহজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলা ও বোমাবর্ষণ ◈ কোনো ভর্তুকি ছাড়াই নিজস্ব আয় থেকে উড়োজাহাজের মূল্য পরিশোধ করছে বিমান ◈ আওয়ামী লীগ মাঠে না থাকলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হংকং ছাড়ার হুমকি দিয়েছে গুগল ও ফেসবুকসহ প্রধান প্রধান টেক কোম্পানিগুলো

লিহান লিমা: [২] গোপনীয়তা আইনের পরিবর্তন আনলে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংকে সেবা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে গুগল, ফেসবুক, টুইটার। গার্ডিয়ান

[৩]এর আগে এশিয়া ইন্টারনেট কোয়ালিশন (এআইসি)-অ্যাপল ইনক, লিংকড ইন সহ অন্যান্য কোম্পানিগুলো হংকং প্রশাসনকে সতর্কবার্তা দিয়ে একটি চিঠি পাঠায়। ২৫ জুন পাঠানো এই চিঠিতে বলা হয় প্রস্তাবিত গোপনীয়তা আইন সংশোধন করা হয় হলে ব্যক্তিগতভাবে ‘কঠোর নিষেধাজ্ঞার’মুখে পড়তে হবে। কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে নিষেধাজ্ঞা দেয়া বৈশ্বিক রীতি-নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নিষেধাজ্ঞা এড়াতে প্রযুক্তি সংস্থাগুলোর একমাত্র উপায় হলো হংকংয়ে বিনিয়োগ ও পরিসেবা থেকে বিরত থাকা এবং এটি হলে হংকংয়ের ব্যবসায়ই ক্ষতিগ্রস্ত হবে এবং গ্রাহকরা বঞ্চিত হবে, এমনকি বাণিজ্যে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

[৪]২০১৯ সালে গণতন্ত্রপন্তী বিক্ষোভে ব্যক্তিগত ও সংস্থার তথ্য জনসম্মুখে প্রকাশের এক তীব্র জোয়ার দেখে হংকং। সরকারবিরোধী বিভোক্ষকারী অনেক অফিসারদের বাড়ির ঠিকানা এমনকি বাচ্চাদের স্কুলে ঠিকানা প্রকাশ দেয়। তাদের ও তাদের পরিবারের সদস্যদের অনলাইনে হুমকি দেয়া হয়।

[৫]এআইসি বলছে, আমরা বিশ্বাস করি যে কোনো গোপনীয়তা বিরোধী আইন বাক-স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে। অন্যদিকে নিয়মিত সংবাদ সম্মেলনে হংকংয়ের প্রশাসক ক্যারি লাম বলেছেন, প্রস্তাবিত আইন শুধুমাত্র অবৈধভাবে গোপনীয় তথ্য প্রকাশের মতো বিষয়গুলোকে লক্ষ্য করা হবে।

[৬]গত বছর বেইজিং হংকংয়ের ওপর জাতীয় নিরাপত্তা আইন আরোপ করলে এ আইনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোবে যোগ দেয়ায় গ্রেপ্তার হন ১০ হাজারের বেশি, এদের মধ্যে ১২৮জন সাংবাদিক ও রাজনীতিবিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়