শিরোনাম
◈ রাজধানীতে ককটেল তৈরির গোপন ঘাঁটি আটক, পুলিশ বলছে টার্গেট ছিল ১৭ নভেম্বর ◈ নারী কাবাডি বিশ্বকাপে অংশ নিতে ঢাকায় ভারত ও জাঞ্জিবার দল ◈ কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ◈ বাংলাদেশকে বিধস্ত ক‌রে বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তান ◈ রাতে আন্তর্জা‌তিক প্রী‌তি ম‌্যা‌চে আর্জেন্টিনার লড়াই, প্রতিপক্ষ অ্যাঙ্গোলা ◈ সব ব্যাংককে সতর্কতা: প্রার্থীর ঋণ-তথ্য সঠিকভাবে সিআইবিতে হালনাগাদ করতে হবে ◈ যুবদের আত্মরক্ষা প্রশিক্ষণে সরকারের ২৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টোয়েন্টিতে আরও ভারতীয় ক্রিকেটার চান গ্রা‌য়েম স্মিথ  ◈ ৪৮ ঘণ্টার মধ্যে ২ দাবি না মানলে কলম বিরতির হুঁশিয়ারি বিচারকদের ◈ নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল: সেনাপ্রধান

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৭:২৬ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘরোয়া মৌসুমে সূচি নিয়ে ভারতীয় বোর্ডের উপর উত্তেজিত দিলীপ বেঙ্গসরকার

স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছর রঞ্জি ট্রফির আয়োজন করা হলেও ঐতিহ্যবাহী তিনটি টুর্নামেন্টের আয়োজন করছে না বিসিসিআই। ইরানী ট্রফি, দলীপ ট্রফি এবং দেওধর ট্রফির আয়োজন এই বছর করা হচ্ছে না। আর সেটা নিয়েই সরব হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। এতে তিনি রীতিমতো হতাশা প্রকাশ করেছেন।

[৩] সম্প্রতি বিসিসিআই নতুন মৌসুমে ঘরোয়া লিগের যে সূচি প্রকাশ করেছেন, তাতে এই তিনটে ট্রফিকে রাখা হয়নি। এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকার দাবি করেছেন, এটা খুবই বাজে বিষয় যে, বিসিসিআই ইরানি ট্রফি, দলীপ ট্রফি এবং দেওধর ট্রফিকে নতুন মৌসুমের ক্যালেন্ডারেই রাখেনি। বোর্ডের জন্য কিন্তু ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি। এবং ঘরোয়া ক্রিকেটে পুরো মনোযোগ দিতে হবে।

[৪] শনিবারই (৩ জুলাই) ঘরোয়া টুর্নামেন্টের জন্য সূচি ঘোষণা করেছে বিসিসিআই। বিসিসিআই-এর ঘোষিত সূচি অনুযায়ী এই বছর রঞ্জি ট্রফি খেলা হলেও, দলীপ ট্রফি, ইরানি ট্রফি এবং দেওধর ট্রফি হচ্ছে না। গত বছর অবশ্য করোনা অতিমারীর জেরে রঞ্জি ট্রফি আয়োজন করাও সম্ভব হয়নি।

[৫] ছেলেদের মৌসুম শুরু হচ্ছে আবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির হাত ধরে। ২০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত এই ট্রফি রয়েছে। আর এর ঠিক চার দিন পরে রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা। ১৬ নভেম্বর থেকে রঞ্জি শুরু হবে। চলবে তিন মাস ধরে। শেষ হবে পরের বছর ১৯ ফেব্রুয়ারি। রঞ্জি শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয়ে যাবে বিজয় হাজারে ট্রফি। ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়