শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ১০:০০ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ১২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনা আমার মাতৃতুল্য, আম পেয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব

বাশার নূরু: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঠানো বিখ্যাত হাড়িভাঙা আম পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

[৩] সোমবার বিকেলে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে উপহারের এ আম তুলে দেন আগরতলার বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন। এসময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী। তারা মুখ্যমন্ত্রীর অফিসে গিয়ে আমের প্যাকেট তুলে দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

[৪] উপহারের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিপ্লব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের গভীর ও আন্তরিক সম্পর্ক। বাংলাদেশের জন্মলগ্নে ভারত বড় ভূমিকা পালন করেছে। পাশাপাশি ত্রিপুরা রাজ্য মুক্তিযুদ্ধের সময় মানুষকে কীভাবে সহায়তা করেছে একথা বাংলাদেশবাসী জানেন এবং সম্মানের সঙ্গে স্মরণ করেন।

[৫] এদিন সকালে আখাউড়া সীমান্ত দিয়ে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয় আমগুলি। এই আম গ্রহণ করতে আখাউড়ার ভারত-বাংলাদেশ সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্টে উপস্থিত ছিলেন আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন, প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব (স্থানীয়) এসএম আসাদুজ্জামান, দূতালয় কর্মকর্তা মো. আশিকুর রহমান, আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টের ম্যানেজার দেবাশিস নন্দি, ইন্টিগ্রেটেড চেকপোস্ট কাস্টম সুপারিন্টেডেন্ট জয়দীপ মুখার্জি প্রমুখ।

[৬] আরো উপস্থিত ছিলেন আখাউড়ার কাস্টম সুপারিন্টেডেন্ট মোহম্মদ আলি, স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মুস্তাফিজ রহমান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অফিসার এবং সেনা জওয়ানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়