শিরোনাম
◈ পূর্বাচল প্লট মামলায় শেখ হাসিনা পরিবারের ভাগ্য নির্ধারণ আজ ◈ এনসিপিসহ চার দলের নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ বৃহস্পতিবার ◈ যেসব স্বর্ণ মিলল শেখ হাসিনার লকারে, দেখুন ছবিতে ◈ একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য ◈ আর্থিক দুরবস্থায় একীভূত হওয়া ৫ ব্যাংকে বেতন–ভাতা কমছে ◈ প্রতিদিন গড়ে প্রায় ৬ কোটি ৬৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে ◈ হংকং-এ আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ আগুন, প্রাণহানি ১৩, চারদিকে আতঙ্ক! (ভিডিও) ◈ শক্তিধর মালয়েশিয়ার বিরু‌দ্ধে লড়াই করে হারলো বাংলাদেশের মে‌য়েরা   ◈ নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সাফল্যের স্বীকৃতি, মেয়র মামদানির ট্রানজিশন টিমে ১২ বাংলাদেশি   ◈ জাতীয় দল নির্বাচক‌দের প্রতি গুরুতর অ‌ভি‌যোগ আন‌লেন অধিনায়ক লিটন দাস

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দে ভাঙ্গন এলাকায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে গ্রাম ও রাস্তা

কামাল হোসেন : [২] উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ভাঙন কবলিত ক্যানাল ঘাট এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

[৩] এতে ভাঙন ঝুঁকিতে রয়েছে ইদ্রিস শেখের পাড়া ও নুরু মন্ডল পাড়ার নদী পাড়ের শতাধিক পরিবার। এছাড়াও দৌলতদিয়া মহাসড়ক হতে দেবগ্রামগামী এবং নুরু মন্ডল পাড়া হতে ১নং বেপারী পাড়াগামী দুইটি রাস্তাও ধসে পরতে পাড়ে যে কোন সময়।

[৪] স্থানীয়রা বলছেন এ বিষয়ে প্রশাসন জরুরি পদক্ষেপ না নিলে শুুুধুমাত্র নদী পাড়ের শতাধিক পরিবার নয় চরম ভাঙন ঝুুঁকিতে পড়বে পুরো এলাকা।

[৫] ড্রেজিং এলাকার মাত্র কয়েকশ মিটার দূরেই প্রবাহমার মূল পদ্মার ভাঙনে দিশেহারা হয়ে অসংখ্য পরিবার ভাঙন এলাকা হতে নিরাপদ দূরত্বে সরে যেতে শুরু করেছে।

[৬] ভুক্তভোগীরা জানান, ক্যানাল ঘাট এলাকায় অনেকদিন ধরেই বিভিন্ন অজুুুুহাতে সংঘবদ্ধ বালু ব্যবসায়ী চক্রের সদস্য আফজাল হোসেন, লোকমান হোসেন ও মুক্তার শেখ ৩ টি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। মূল পদ্মায় ভাঙন শুরু হওয়ায় স্থানীয়রা বারবার নিষেধ করলেও ড্রেজার মালিকরা তার কর্ণপাত করছে না।

[৭] ড্রেজার মালিক আফজাল হোসেন দাবি করে বলেন, প্রশাসনের মৌখিক অনুমতি নিয়েই আমি একটা ভূমিহীন পরিবারের বাড়ি ভরাট করার জন্য কিছু বালি তুলছি। এ ক্ষেত্রে জমির মালিকদেরও কোন আপত্তি নেই।

[৮] এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আমরা কাউকেই বালু উত্তোলনের অনুমতি দেইনি। ওরা জনগনকে ধোঁকা দেওয়ার জন্য এ ধরনের কথা বলে থাকে। ক্যানাল হতে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে জমির মালিকরা আমার কাছে অভিযোগ করেছেন। শীঘ্রই সেখানে অভিযান চালানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়