বিশ্বজিৎ দত্ত : [২] আবারো আমির খানের বিবাহ বিচ্ছেদ নিয়ে তাসলিমা নাসরিন বলেছেন, সুখি থাকা নিয়ে তাদের কেউ একজন মিথ্যা বলছেন। কারণ মানুষ সকল অবস্থায় সুখি হতে পারে না। টুইটে যদিও নাসরিন আমির খানের নাম বলেননি। কিন্তু আমির খান ডিভোর্সের পর যে মন্তব্য করেছিলেন সেখানে এই সুখের কথাটি ছিল।
[৩] আমির খান টুইটে লিখেন, আমরা বিয়ের পরেও সুখি ছিলাম। ডিভোর্সের পরেও সুখি থাকবো। আলাদা হয়ে গেলেও আমরা সুখি। এর পরেই তাসলিমা নাসরিন এই টুইট করেন। অন্যদিকে আমির খানের কন্যা ইরা খান তার টুইটে লিখেন সানা খানের সঙ্গে আমির খানের নাম জরানো হচ্ছে আগামী কালের পর্যারোচনা কি। আরে পরেই আরেক টুইটে পেস্ট্রির একটি ছবি দিয়ে রিখেন এটাকি হতে যাচ্ছে। অর্থাৎ মুখরোচক খাবারের মতো সবাই উপভোগ করছে বাবার বিচ্ছদ।আমির খানের বিচ্ছদ তাসলিমা নাসরিনের আবার টুইট কেউ একজন মিথ্যা বলছেন