শিরোনাম
◈ আগামী নির্বাচনে কেউই একক নয়—জোট-সমীকরণে ব্যস্ত সব রাজনৈতিক দল ◈ চরম সংকটে থাকা যে ৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে (ভিডিও) ◈ নতুন সভাপতি নিয়োগ ২১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে, দেখুন তালিকা ◈ টিউলিপের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার দাবি ‘সম্পূর্ণ অসত্য’: দুদক ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ অব্যাহত, সিদ্ধান্তের অপেক্ষায় মেডিক্যাল বোর্ড ◈ এবার মাহাথির মোহাম্মদ পুলিশ রিপোর্ট করলেন অনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে! ◈ সরকারি মাধ্যমিক শিক্ষকদের আন্দোলন স্থগিত, বুধবার থেকে বার্ষিক পরীক্ষা ◈ নতুন নকশার ৫০০ টাকার নোট আসছে বৃহস্পতিবার বাজারে ◈ আফ্রিকা হতে পারে বাংলাদেশের পণ্য রপ্তানির হাব ◈ খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গেলেন তিন বাহিনী প্রধান

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৩:৩৫ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের তৈরি রাগ চুরির অভিযোগ তুললেন কবীর সুমন, উষ্মা প্রকাশ ফেসবুকে

বিনোদন ডেস্ক: গুরুতর অভিযোগ তুললেন কবীর সুমন। তিনি এখন ভারতের এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই নেটমাধ্যমে সুমন অভিযোগ তুলেছেন, তাঁর একটি রাগ চুরি করে বেমালুম নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি।

বছরখানেক আগে ‘আহির বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন সুমন। সেই রাগই চুরির অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ, সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সুমনের দাবি, এই ব্যক্তি প্রচার করছেন ‘আহির বৈরাগী’ রাগটি নাকি তাঁরই তৈরি করা। শুধু তাই নয়, আরও লোকজন জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেছেন সুভদ্রকল্যাণ।

রবিবার নেটমাধ্যমে গোটা বিষয়টি তুলে ধরে সুমন লিখেছেন, ‘আহির বৈরাগী নামে একটি রাগ তৈরি করেছিলাম বছরখানেকেরও আগে। সেই রাগের কথা ফেসবুকে জানিয়েছিলাম। রাগরূপ জেনে এক অচেনা বাঙালি যুবক যোগাযোগ করেন। তিনি জানান, ওই রাগটি বাজাতে চান। তিনি শিখে নিয়ে তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তার পর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন ওই রাগটি তাঁরই সৃষ্টি। সেই সঙ্গে আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন।’


তবে এমন ঘটনা এর আগেও নামী বঙ্গসন্তান ঘটিয়েছেন বলে দাবি সুমনের। এবং আগামী দিনে আরও এ রকম ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শেষে সুভদ্রকল্যাণ রাণার উদ্দেশে সুমন বলেন, ‘আশা করছি হিংসা হানাহানি, মিথ্যাচারে নয়, সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন।’

তিনি চিকিৎসক এবং সেবিকাদের সহযোগিতায় দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন সুমন। আর সুস্থ হয়ে উঠেই তিনি বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবেন বলেও জানিয়েছেন। তাঁর কথায়, ‘এটাই আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত।’

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়