বিনোদন ডেস্ক: গুরুতর অভিযোগ তুললেন কবীর সুমন। তিনি এখন ভারতের এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই নেটমাধ্যমে সুমন অভিযোগ তুলেছেন, তাঁর একটি রাগ চুরি করে বেমালুম নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি।
বছরখানেক আগে ‘আহির বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন সুমন। সেই রাগই চুরির অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ, সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সুমনের দাবি, এই ব্যক্তি প্রচার করছেন ‘আহির বৈরাগী’ রাগটি নাকি তাঁরই তৈরি করা। শুধু তাই নয়, আরও লোকজন জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেছেন সুভদ্রকল্যাণ।
রবিবার নেটমাধ্যমে গোটা বিষয়টি তুলে ধরে সুমন লিখেছেন, ‘আহির বৈরাগী নামে একটি রাগ তৈরি করেছিলাম বছরখানেকেরও আগে। সেই রাগের কথা ফেসবুকে জানিয়েছিলাম। রাগরূপ জেনে এক অচেনা বাঙালি যুবক যোগাযোগ করেন। তিনি জানান, ওই রাগটি বাজাতে চান। তিনি শিখে নিয়ে তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তার পর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন ওই রাগটি তাঁরই সৃষ্টি। সেই সঙ্গে আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন।’