শিরোনাম
◈ পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, কারণ যা জানাগেল ◈ আতলেতিকো মা‌দ্রিদ‌কে হারিয়ে স্প‌্যা‌নিশ সুপার কা‌পের ফাইনালে রিয়াল মাদ্রিদ ◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের কথা ভাবছে বাংলাদেশ: ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৩:৩৫ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের তৈরি রাগ চুরির অভিযোগ তুললেন কবীর সুমন, উষ্মা প্রকাশ ফেসবুকে

বিনোদন ডেস্ক: গুরুতর অভিযোগ তুললেন কবীর সুমন। তিনি এখন ভারতের এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই নেটমাধ্যমে সুমন অভিযোগ তুলেছেন, তাঁর একটি রাগ চুরি করে বেমালুম নিজের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি।

বছরখানেক আগে ‘আহির বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন সুমন। সেই রাগই চুরির অভিযোগ তুলেছেন তিনি। অভিযোগ, সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সুমনের দাবি, এই ব্যক্তি প্রচার করছেন ‘আহির বৈরাগী’ রাগটি নাকি তাঁরই তৈরি করা। শুধু তাই নয়, আরও লোকজন জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেছেন সুভদ্রকল্যাণ।

রবিবার নেটমাধ্যমে গোটা বিষয়টি তুলে ধরে সুমন লিখেছেন, ‘আহির বৈরাগী নামে একটি রাগ তৈরি করেছিলাম বছরখানেকেরও আগে। সেই রাগের কথা ফেসবুকে জানিয়েছিলাম। রাগরূপ জেনে এক অচেনা বাঙালি যুবক যোগাযোগ করেন। তিনি জানান, ওই রাগটি বাজাতে চান। তিনি শিখে নিয়ে তবলা তরঙ্গে বাজিয়ে শোনান। তার পর সেই বাহাদুর সুভদ্রকল্যাণ রাণা প্রচার করতে থাকেন ওই রাগটি তাঁরই সৃষ্টি। সেই সঙ্গে আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেন।’


তবে এমন ঘটনা এর আগেও নামী বঙ্গসন্তান ঘটিয়েছেন বলে দাবি সুমনের। এবং আগামী দিনে আরও এ রকম ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। শেষে সুভদ্রকল্যাণ রাণার উদ্দেশে সুমন বলেন, ‘আশা করছি হিংসা হানাহানি, মিথ্যাচারে নয়, সঙ্গীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গীতসঙ্গ করবেন।’

তিনি চিকিৎসক এবং সেবিকাদের সহযোগিতায় দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন সুমন। আর সুস্থ হয়ে উঠেই তিনি বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবেন বলেও জানিয়েছেন। তাঁর কথায়, ‘এটাই আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত।’

সূত্র: আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়