রাকিবুল আবির: [২] সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক প্রবাসী বাংলাদেশি তার ভারত, পাকিস্তান ও নেপালের ৯ বন্ধু মিলে যৌথভাবে লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা বাংলাদেশী টাকায় ৪৬ কোটিরও বেশি। খালিজ নিউজ
[৩] শনিবার আবুধাবিতে বিগ টিকিট যার্ফেল ড্রয়ে তারা এই পুরস্কার জিতে নেয়। তবে এই বাংলাদেশির পরিচয় এখনো জানা যায় নি।
[৪] খালিজ নিউজের এক প্রতিবেদনে বলা হয় ভারতীয় এক ড্রাইভার রনজিৎ সমারজানের নামে এই টিকেটটি কেনা হয়েছিল।
[৫] রনজিৎ সমারজান জানান, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের ১০ জন প্রবাসী কর্মী মিলে একটি কিনলে একটি ফ্রি অফারে তারা একটি টিকেট কিনে দুটি টিকেট পান। তিনি আরো জানান, গত ২৯ জুন ১০ জন মিলে জনপ্রতি ১০০ দিরহাম দিয়ে যৌথভাবে টিকেট কেনেন তিনি।
[৬] সমারজান বলেন, আমি সবসময়ই বিশ্বাস করতাম ভাগ্য একদিন আমার পক্ষে থাকবে। দ্রæতই লটারির টাকা সবাই মিলে ভাগাভাগি করে নেবেন বলেও জানান তিনি।