সুমাইয়া ঐশী: [২] টানা ভারী বর্ষণের ফলে শনিবার জাপানের শিজুওয়াকা অঞ্চলের আতামি শহরে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। রোববার পর্যন্ত এখনো নিখোঁজ আছেন ২০ জন। এরই মধ্যে দুই নারীকে মৃত ঘোষণা করা হয়েছে। সিএনএন
[৩] শনিবার রাতে উদ্ধার অভিযান বন্ধ থাকলেও রোববার স্থানীয় সময় ভোরে আবারো শুরু হয় নিখোঁজদের সন্ধান। সেখানে পুলিশসহ উদ্ধার অভিযানে অংশ নেন ৭০০ উদ্ধারকর্মী। ইয়ন
[৪] এ ঘটনায় এখন পর্যন্ত ৩৮০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ১০টি আশ্রয়স্থল বর্তমানে ঐ শহরে চালু আছে। শনিবার ভূমিধসের কারণে ১৩০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বর্তমানে শহরের ২ হাজার ৮৩০টি বসতবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। সম্পাদনা : মোহাম্মদ রকিব