শিরোনাম
◈ ১৮ বছর পর বাংলাদেশ-কুয়েত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক: বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন সম্ভাবনা ◈ এমপিওভুক্ত শিক্ষকদের টানা অনশন, অসুস্থ বহু শিক্ষক ◈ চট্টগ্রাম বন্দরে ১২শ টন কাঁচামালবাহী লাইটার জাহাজ ডুবি (ভিডিও) ◈ শাহজালালে আগুন: বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের ◈ বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস ◈ গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার ◈ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ ৯টা থেকে হযরত শাহজালাল বিমানবন্ধরে ফ্লাইট চলাচল শুরু ◈ দ‌লের কা‌ছে নয়, রিশা‌দের কা‌ছে হে‌রে গেলো ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে হেরোইন সেবনকালে ৬ জনকে ধরে পুলিশে দিলেন কাউন্সিলর

সোহাগ হাসান : [২] লকডাউনের মধ্যেও একসাথে বসে হেরোইন সেবনকালে মাদকাসক্ত ৬ জনকে ধরে পুলিশে দিলেন সিরাজগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর মামুনুর রশিদ মামুন।

[৩] শনিবার (৩ জুলাই) দুপুরের দিকে পৌর এলাকার সয়াধানগড়া ভাষানী রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটক মাদকসেবীরা হলেন, সয়াধানগড়া উত্তরপাড়া এলাকার মৃত শাহবাজের ছেলে জাহাঙ্গীর (৪১), একই মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে রেজাউল (২২), ভাঙাবাড়ি গ্রামের লালচান শেখের ছেলে বাদশা শেখ (৫৫), আমলাপাড়া মহল্লার আসলাম শেখের ছেলে সুলতান মাহমুদ (২২), একই মহল্লার আব্দুল খালেকের ছেলে নয়ন সরকার (৩০) আব্দুল খালেক ও আব্দুস সামাদের ছেলে রুবেল শেখ (৩৫)।

[৫] কাউন্সিলর মামুনুর রশিদ মামুন বলেন, এসব মাদকসেবীরা এলাকার অলিগলিতে দীর্ঘসময় ধরে মাদক সেবন করে আসছিল। এদের মধ্যে দুজন মাদক বিক্রেতাও রয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনে এরা মাদক সেবন করছিল। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

[৬] সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, স্থানীয়রা ৬ মাদকসেবীকে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে তাদের আটক করে আনা হয়েছে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়