শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে হেরোইন সেবনকালে ৬ জনকে ধরে পুলিশে দিলেন কাউন্সিলর

সোহাগ হাসান : [২] লকডাউনের মধ্যেও একসাথে বসে হেরোইন সেবনকালে মাদকাসক্ত ৬ জনকে ধরে পুলিশে দিলেন সিরাজগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর মামুনুর রশিদ মামুন।

[৩] শনিবার (৩ জুলাই) দুপুরের দিকে পৌর এলাকার সয়াধানগড়া ভাষানী রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৪] আটক মাদকসেবীরা হলেন, সয়াধানগড়া উত্তরপাড়া এলাকার মৃত শাহবাজের ছেলে জাহাঙ্গীর (৪১), একই মহল্লার জাহাঙ্গীর হোসেনের ছেলে রেজাউল (২২), ভাঙাবাড়ি গ্রামের লালচান শেখের ছেলে বাদশা শেখ (৫৫), আমলাপাড়া মহল্লার আসলাম শেখের ছেলে সুলতান মাহমুদ (২২), একই মহল্লার আব্দুল খালেকের ছেলে নয়ন সরকার (৩০) আব্দুল খালেক ও আব্দুস সামাদের ছেলে রুবেল শেখ (৩৫)।

[৫] কাউন্সিলর মামুনুর রশিদ মামুন বলেন, এসব মাদকসেবীরা এলাকার অলিগলিতে দীর্ঘসময় ধরে মাদক সেবন করে আসছিল। এদের মধ্যে দুজন মাদক বিক্রেতাও রয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যেও কোন প্রকার স্বাস্থ্যবিধি না মেনে এরা মাদক সেবন করছিল। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

[৬] সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, স্থানীয়রা ৬ মাদকসেবীকে আটকে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে তাদের আটক করে আনা হয়েছে। এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়