শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সর্বাত্মক কঠোর লকডাউন পালনে মাঠে জেলা প্রশাসন

কামাল হোসেন : [২] কঠোর লকডাউন মানাতে লকডাউনের তৃতীয় দিনেও শনিবার (৩ জুলাই) রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় একযোগে কাজ করছে। এ ছাড়াও ডিসি-এসপির নির্দেশে জেলার ৫টি উপজেলার নির্বাহী অফিসার ও থানা ইনচার্জরাও (ওসি) তাদের নিজ নিজ কর্মস্থলে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

[৩] শনিবার (৩ জুলাই) ১২টার দিকে সরেজমিন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, জেলা ট্রাফিক পুলিশ, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ফেরিঘাট এলাকার বিভিন্ন পয়েন্টে জরুরী সেবার আওতায় এ্যাম্বুলেন্স, লাশবাহী, পণ্যবাহী যানবাহন ছাড়া যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধে টহল দিচ্ছে।

[৪] এছাড়াও সকাল থেকেই জরুরীসেবার ও কাঁচাপণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকান পাট বন্ধ করাসহ বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসা বন্ধ করতে উপজেলার বিভিন্নস্থানে টহল দিতে দেখা গেছে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সদস্যদের।

[৫] বেলা ১টার দিকে কঠোর লকডাউনের সর্বশেষ পরিস্থিতি দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আসেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলশাদ বেগম ও পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। এসময় ঘাট এলাকার লকডাউন পরিস্থিতি দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেন।

[৬] এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফ উজ জামান (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (হেড কোয়াটার), গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়