রাহুল রাজ : [২] কোপা আমেরিকার চতুর্থ এবং সর্বশেষ কোয়ার্টার ফাইনালে রোববার মাঠে নামছে আর্জেন্টিনা। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। সরাসরি দেখাবে সনি টেন ওয়ান, সনি টেন টু এবং সনি টেন টু এইচডি চ্যানেলে।
[৩] এবারের কোপায় সময়টা বেশ ভালোই কাটছে আর্জেন্টিনার। এখন পর্যন্ত খেলা ৪ ম্যাচের একটিতেও পরাজিত হয়নি আলবেসিলেস্তেরা। ৩টি জয়ের সাথে ড্র করেছে ১টি ম্যাচে।
[৪] অপরদিকে এবারের আসরে আর্জেন্টিনার ঠিক একেবারে বিপরীত মেরুতে অবস্থান করেছে ইকুয়েডর। ‘বি’ গ্রæপ থেকে চতুর্থ দল হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। ৪ ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। ড্র করেছে ৩ ম্যাচে বাকি একটি ম্যাচে পরাজয়ের স্বাদ পেয়েছে দলটি। - গোল ডট কম