মহসীন কবির: [২] করোনা প্রতিরোধে সারাদেশে কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনেও রাজধানীর রাজপথে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বেশিরভাগ সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করছে।রাজধানীর বেশকিছু সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে। ডিবিসি ও যমুনা টিভি
[৩] সেনাবাহিনীর টিমগুলো রাস্তার মূল সড়কে টহল দিচ্ছে। র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি টহল দিচ্ছে সড়কে। মূল সড়কে ব্যক্তিগত গাড়ি চলাচলের সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে । চলছে রিকশা।
[৩] এদিকে শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৩২০ জনকে গ্রেফতার ও ২০৮ জনকে জরিমানা করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে ৭ আগামী জুলাই পর্যন্ত। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের সতর্ক অবস্থান ও অঝোরে বৃষ্টিতে সারাদেশে বিধিনিষেধের দ্বিতীয় দিন কঠোরভাবে অতিবাহিত হয়েছে।