শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্ণফুলীতে যাত্রী নিয়ে সরকারি এম্বুলেন্স আটক

মোহাম্মদ শাহজাহান : [২] করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কাজের লকডাউনের যাত্রী পরিবহনের সময় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার চেকপোস্টে একটি সরকারি এম্বুলেন্স আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার ১লা জুলাই ২০২১ দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সটি আটক করা হয়।

[৩] পরে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এম্বুলেন্সটির চালক মো. আতাউলকে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বিকেলে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে দুই গাড়ি চালক ও দোকান খোলা রাখায় তিন দোকানদারকে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

[৪] জানা গেছে, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সে করে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিল এম্বুলেন্সটির চালক মো. আতাউল পথিমধ্যে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে যাত্রীদের নামিয়ে দিয়ে এম্বুলেন্সটি আটক করে যৌথ বাহিনী।

[৫] এ বিষয়ে কর্ণফুলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেছেন, চলমান কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী পরিবহন করার দায়ে এম্বুলেন্সটি যৌথ বাহিনী আটক করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি হওয়ায় রোগীদের কথা চিন্তা করে চালককে এক হাজার টাকা জরিমানা গাড়িটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

[৬] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেছেন, যাত্রী নিয়ে শহরে যাওয়ার অভিযোগে হাসপাতালের এম্বুলেন্স চালককে জরিমানা করার বিষয়টি শুনেছি। এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়