শিরোনাম
◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের ◈ নির্বাচনী প্রচারণায় একটি রাজনৈতিক দল  ‘ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে ’ অভিযোগ  বিএনপির

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্ণফুলীতে যাত্রী নিয়ে সরকারি এম্বুলেন্স আটক

মোহাম্মদ শাহজাহান : [২] করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কাজের লকডাউনের যাত্রী পরিবহনের সময় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকার চেকপোস্টে একটি সরকারি এম্বুলেন্স আটক করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বৃহস্পতিবার ১লা জুলাই ২০২১ দুপুরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সটি আটক করা হয়।

[৩] পরে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এম্বুলেন্সটির চালক মো. আতাউলকে এক হাজার টাকা জরিমানা করেন। এছাড়াও বিকেলে নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহনের দায়ে দুই গাড়ি চালক ও দোকান খোলা রাখায় তিন দোকানদারকে ৫ হাজার ৭শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

[৪] জানা গেছে, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এম্বুলেন্সে করে যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরে যাচ্ছিল এম্বুলেন্সটির চালক মো. আতাউল পথিমধ্যে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় বসানো চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে যাত্রীদের নামিয়ে দিয়ে এম্বুলেন্সটি আটক করে যৌথ বাহিনী।

[৫] এ বিষয়ে কর্ণফুলী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুকান্ত সাহা বলেছেন, চলমান কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যাত্রী পরিবহন করার দায়ে এম্বুলেন্সটি যৌথ বাহিনী আটক করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি হওয়ায় রোগীদের কথা চিন্তা করে চালককে এক হাজার টাকা জরিমানা গাড়িটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

[৬] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেছেন, যাত্রী নিয়ে শহরে যাওয়ার অভিযোগে হাসপাতালের এম্বুলেন্স চালককে জরিমানা করার বিষয়টি শুনেছি। এ বিষয়ে চট্টগ্রাম সিভিল সার্জনের কাছে আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়