মোবারক হোসেন: [২] শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
[৩] ২০ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান স্বাক্ষরিত অফিস আদেশে পুরষ্কার ঘোষণা করা হয়। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ২০২০-২১ অর্থবছরে শুদ্ধাচারের জন্য তাকে এই পুরষ্কার দেয়া হয়।
[৪] শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় জেলা প্রশাসককে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই শুভেচ্ছা বার্তা লিখেছেন।
[৫] জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন,‘কাজের স্বীকৃতি ভালোই লাগে। অতীতের মতো সরকারের অর্পিত দায়িত্ব পালন করব। সম্পাদনা: হ্যাপি