সুজন কৈরী: [২] রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোড এলাকায় বুধবার রাতে অভিযান চালিয়ে ২ হাজার ৫৪পিস বিদেশী সিগারেট উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় ৩জন সিগারেট কালোবাজারীকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম সোহেল আকন (৩৩), আব্দুল জব্বার (৫৫) ও একজন অপ্রাপ্ত বয়স্ক। সিগারেট ছাড়াও তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনসেট ও নগদ ১৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।
[৪] বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পেশাদার সিগারেট কালোবাজারী চক্রের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিদেশী বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুদ ও বিক্রি করছিলেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।