শিরোনাম
◈ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ◈ হংকং সিক্সেস ক্রিকেট খেলবে বাংলাদেশ, অ‌ধিনায়ক আকবর ◈ ব‌্যাটাররা ভা‌লো ক‌রে‌নি ব‌লে বোলারদের ‘সরি’ বললেন লিটন দাস ◈ রাতে বন্ধ থাকার পর সকাল থেকে স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল ◈ জলবায়ু পরিবর্তনে ভয়াবহ অর্থনৈতিক ক্ষতি: এক বছরে বাংলাদেশের ক্ষতি ২৪ বিলিয়ন ডলার ◈ রিজার্ভ বেড়ে ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার ◈ পণ্যমূল্যে বড় পতন আসছে: ২০২৬ সালে ছয় বছরের সর্বনিম্নে নামবে দাম ◈ লরার ১৬৯ রানের রেকর্ড, ইংল‌্যান্ড‌কে হা‌রি‌য়ে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ বাংলাদেশে অভিনব কৌশলে প্রবেশ ভারতীয় নাগরিকের, ধরল বিজিবি ◈ আমি মদ খাই, আমার লাইসেন্স আছে: চাঁদপুরে আটক হওয়া তরুণী (ভিডিও)

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৩:২৮ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০৩:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর কোনো মোবাইল ফোন সেট বন্ধ হবে না: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

সমীরণ রায়: [২] মোস্তাফা জব্বার আরও বলেন, দেশের সব মোবাইলের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) নিবন্ধন সম্পন্ন হয়েছে। এবার হলো মোবাইল ফোন সেটের নিবন্ধন। আমরা চেয়েছি মোবাইল ফোন ব্যবহারকারী যেন নিরাপদে তার হ্যান্ডসেট, সিমটি ব্যবহার করতে পারেন।

[৩] তিনি বলেন, যারা অবৈধ মোবাইল ফোন সেট তৈরি, আমদানি ও বিক্রির সঙ্গে জড়িত তাদের কার্যক্রম বন্ধের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এনইআইআর সিস্টেম চালু দেশের জন্য একটি মাইলফলক। যারা ব্যক্তি, সমাজ, দেশকে নিরাপদ রাখার চেষ্টা করেন তাদের জন্য এটি একটি হাতিয়ার। সাম্প্রতিককালে দেশে অপরাধের প্রবণতা দেখা যাচ্ছে তারমধ্যে অনলাইনও আছে। এটার ক্ষেত্র সীমাহীন। ফলে এই বিষয়টিতে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে।

[৪] বিটিআরসি ও সংশ্লিষ্টদের এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ৩০ জুন পর্যন্ত দেশে যেসব মোবাইল সেট চালু ছিল, সেগুলোর নিবন্ধন সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে প্রতিটি সিম ধরে ধরে নিবন্ধন করতে হবে। কোনোভাবেই যেন মোবাইল ফোন ব্যবহারকারী হয়রানির শিকার না হন সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

[৫] বৃহস্পতিবার ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

[৬] বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, লিগ্যাল ও লাইসেন্স বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়