শিরোনাম
◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি ◈ বাংলাদেশে আগ্নেয়াস্ত্র লাইসেন্স: কীভাবে পাবেন, কী কী শর্ত মানতে হবে?

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২১, ০১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেক্স প্রডাক্ট স্টার্টআপে কোটি ডলার আয় ইভার

রাশিদ রিয়াজ : মোড নামে প্রতিষ্ঠানটির সিইও ইভা গিকোচিয়া। যে ৯০ জন ল্যাতিন নারী এমন ১০ মিলিয়ন ডলার আয়ের প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরেছেন ইভা তাদের অন্যতম। ফোর্বসকে ইভা বলেন, আমরা এমন ধরনের পণ্য বিক্রি করি যা কারো কাছে না থাকলেও সে এটি সম্পর্কে ভাবতে পারে। আমাদের পণ্য সম্পর্কে অনেকেই জানেন। নতুন করে কিছু বলা মানে ভেড়ার জাবর কাটা মনে করতে পারেন কেউ। আমরা সেক্স টয়, লুব্রিকেন্ট, প্রয়োজনীয় তেল ও অন্যান্য পণ্য তৈরি করে থাকি যা ঘনিষ্ট সান্নিধ্যে প্রয়োজন হতে পারে। বিশেষ করে এসব পণ্য বেডরুমে জায়গা করে নিতে পারে।

আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আদতে আমরা ‘টি-সার্ট সেক্স’। গত মঙ্গলবার মোড ৫.৮ মিলিয়ন ডলার পণ্য বিক্রির একটি সিরিজ ঘোষণা করে। গত ৫ বছর ধরে ভাইব্রেটর বিক্রিতে বেশ সুনাম পেয়েছে মোড। ব্যক্তিগত সেক্স-প্রযুক্তি পণ্য ধারাবাহিকভাবে বিক্রি বৃদ্ধি করতে সক্ষম হয় মোড। মোডের একমাত্র প্রতিদ্বন্দ্বী কোম্পানি হিসেবে ক্রেভ এধরনের পণ্য বিক্রি করে ২০১৩ সালে ২.৪ মিলিয়ন ডলার আয় করে। এরপর ইন্ডিগোগো এধরনের পণ্য বিক্রির প্রচারভিযান শুরু করে। ২০১৭ সালে এধরনের পণ্য বিক্রিতে এগিয়ে আসে আনবাউন্ড বেবস নামে আরেক কোম্পানি। এরপর লসএ্যাঞ্জেলসের ব্রান্ড কেক এমন পণ্য বিক্রি করে ৬ মিলিয়ন ডলারের। ওয়ালমার্ট খুব শীগ্রই ব্রান্ড কেক’এর পণ্য বিক্রি করতে যাচ্ছে।

২০২০ সালে ‘ফিফটি শেডস অব গ্রে’ বইটি প্রকাশের পর মোড’এর পণ্যগুলো বাজারে সমাদৃত হয়। এ বইট যৌনতা নিয়ে মানুষের আচরণ ও বৈশিষ্টের ওপর লেখা। এবং এ বইয়ের ওপর ভিত্তি করে সিনেমা দর্শকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করে। একই সঙ্গে মোডের পণ্যগুলি নর্ডস্ট্রম, সাকস এবং ব্লুমিংডেলস সহ বিভিন্ন ব্রান্ড সুপারশপে বিক্রি শুরু হয় ও তা মার্কিন ক্রেতারা লুফে নেয়। মোডের পণ্য বিক্রি বছরে ২০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। মোড প্রতিষ্ঠার আগে ইভা তার স্বামীর সঙ্গে টিংকার নামে একটি ঘড়ির ব্রান্ড চালু করেন। একই সঙ্গে এভারলেন নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন যেখানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম, সংস্কৃতি ও প্রতিভার মত বিষয়গুলোর দেখভাল করছিলেন।

তার সঙ্গে সহপ্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেন ডিনা এপস্টেইন এবং ২০১৯ সালে তিনি ইভাকে ছেড়ে চলে যান। ডিজিটালআনডিভাইডেড বলছে ইভা একই সঙ্গে মেক্সিকো, স্প্যানিশ, স্থানীয় আমেরিকান বংশদ্ভুত। গত বছর যুক্তরাষ্ট্রে মোট ভেঞ্চার ক্যাপিটালের ১ শতাংশের প্রতিনিধিত্ব করছেন ইভা। ট্রু বিউটি ভেঞ্চারের ক্রিস্টিনা নুনেজ ইভার ব্যবসায়িক উত্থানকে অবিশ্বাস্য ও রোমাঞ্চকর বলে অভিহিত করেন। নুনেজ মোডের সঙ্গে যৌথ ব্যবসায় যোগ দিচ্ছে। ট্রু বিউটি একই সঙ্গে আলবা বোটানিকা, ডেভা কার্ল ও আলজেনিস্ট’এর সঙ্গে যৌথ বিনিয়োগে যাচ্ছে। ফেবল’এর প্যারিস শাখার পরিচালক থমাস বিসন বলেন ভাল খাবার বা ভাল ঘুমের সঙ্গে সেক্স টয়কে তুলনা করা যেতে পারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, মোড বিস্তৃতভাবে ‘যৌন সুস্থতা’ শিল্পে একটি অনন্য পথের সূচনা করেছে, যেখানে উদ্যোগের পুঁজিপতিরা প্রজনন স্বাস্থ্যের বিপরীতে যৌনতার আনন্দকে কেন্দ্র করে এধরনের স্টার্টআপগুলিতে বিনিয়োগ করতে সতর্ক ছিলেন। কোভিড মহামারীতের সেক্স টয়ের বিক্রি বেড়েছে এবং যৌন সম্পর্কে তুলনামূলকভাবে মুক্ত মনের দৃষ্টিভঙ্গি থেকে মোড অনেক গ্রাহককে উপকৃত করেছে। যৌনতা একটি জনপ্রিয় ক্রিয়াকলাপ এবং বাজার বিশ্লেষকরা বলছেন এটিকে সংস্কৃতি ও স্বাভাবিক আচরণের সঙ্গে পণ্যের মিশ্রণ ঘটিয়ে বাজার বিশ্লেষকদের হিসেবে তা ১২৫ বিলিয়ন ডলারের বাজারে দাঁড়িয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়