শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৩০ জুন) বিকেলে র‌্যাব-৭ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করেে। আটক যুবক মো. হাসান (২২), সে সাতকানিয়া উপজেলার শাহ মজিদিয়া পাড়ার গারাঙ্গিয়া এলাকার শফিকুর রহমানের পুত্র।

র‌্যাব-৭ জানায়, একটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে সাতকানিয়া থেকে নগরের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ সংযোগ সড়ক এলাকায় মীর ফিলিং স্টেশন এর বিপরীতে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় র‌্যাব চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেন। কিন্তু মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ বলেন, আটকের পর আসামির দেহ তল্লাশী করে তার কোমরে প্যাচাঁনো টিউবের ভিতরে সু-কৌশলে রাখা ৯ হাজার ৭৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়