শিরোনাম
◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি ◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৩০ জুন) বিকেলে র‌্যাব-৭ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করেে। আটক যুবক মো. হাসান (২২), সে সাতকানিয়া উপজেলার শাহ মজিদিয়া পাড়ার গারাঙ্গিয়া এলাকার শফিকুর রহমানের পুত্র।

র‌্যাব-৭ জানায়, একটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে সাতকানিয়া থেকে নগরের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ সংযোগ সড়ক এলাকায় মীর ফিলিং স্টেশন এর বিপরীতে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় র‌্যাব চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেন। কিন্তু মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ বলেন, আটকের পর আসামির দেহ তল্লাশী করে তার কোমরে প্যাচাঁনো টিউবের ভিতরে সু-কৌশলে রাখা ৯ হাজার ৭৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়