শিরোনাম
◈ বিশ্বকাপ ট্রফি নিয়ে আজ ঢাকায় আসছেন গিলবার্তো সিলভা ◈ আদালতের আদেশে আওয়ামী লীগের কার্যালয় উচ্ছেদ ◈ নির্বাচনের কারণে এক মাস ‘অন-অ্যারাইভাল’ ভিসা স্থগিত করল বাংলাদেশ ◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১১:৫১ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার নতুন ব্রীজ এলাকা থেকে ৩০ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ একজনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৩০ জুন) বিকেলে র‌্যাব-৭ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করেে। আটক যুবক মো. হাসান (২২), সে সাতকানিয়া উপজেলার শাহ মজিদিয়া পাড়ার গারাঙ্গিয়া এলাকার শফিকুর রহমানের পুত্র।

র‌্যাব-৭ জানায়, একটি মোটরসাইকেল যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে সাতকানিয়া থেকে নগরের দিকে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুন ব্রীজ সংযোগ সড়ক এলাকায় মীর ফিলিং স্টেশন এর বিপরীতে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করা হয়। এসময় র‌্যাব চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেন। কিন্তু মোটরসাইকেলটি চেকপোস্টের সামনে না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়।

র‌্যাব-৭ বলেন, আটকের পর আসামির দেহ তল্লাশী করে তার কোমরে প্যাচাঁনো টিউবের ভিতরে সু-কৌশলে রাখা ৯ হাজার ৭৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রয় করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়