রাজু চৌধুরী : [২] 'পলিথিনমুক্ত চট্টগ্রাম' বিনির্মাণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি মেয়রের উপস্থিতিতে জেলা প্রশাসন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পরিবেশ অধিদপ্তর, সিডিএ'র জলাবদ্ধতা প্রকল্প সহ সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
[৩] বুধবার ৩০.জুন সকাল ১১ টায় সিটি কর্পোরেশন এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা স্থায়ী কমিটির সভাপতি ২১ নং জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
[৪] এসময় বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, পরিচালক(স্বাস্থ্য), চট্টগ্রাম ডা. শাহরিয়ার, পরিবেশ অধিদপ্তর এর পরিচালক (মেট্রো ) নুরুল্লাহ নুরী, জলাবদ্ধতা প্রকল্পের প্রকল্প পরিচালক লে. ক. শাহ আলী, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, সিএমপি ডিসি মোস্তাইন বিল্লাহ, জেলা প্রশাসনের প্রতিনিধি এডিসি (শিক্ষা) জামসেদ খোন্দকার। এছাড়াও চসিকের ২ নং ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর, প্রধান প্রকৌশলী, মেয়রের একান্ত সচিব, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইন কর্মকর্তা সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।