শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১১:৩৮ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২১, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামী অর্থবছরের বাজেট আজ পাস হবে, পাসের কার্যক্রম চলছে

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদপ আজ বুধবার ৩০ জুন পাস হবে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট। সংসদে ৫৯টি মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে ডজনখানেক সংসদ সদস্যের ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তির পর ‘নির্দিষ্টকরণ বিল ২০২১’ পাস হবে। বিরোধীদলীয় সদস্যরা ৬২৫টি ছাঁটাই প্রস্তাব দিয়েছে। ৫৯ টি মন্জুরী দাবি আনা হয়েছে। এর মাধ্যমে শেষ হবে নতুন অর্থবছরের বাজেট পাস কার্যক্রম। বাজেট পাসের পর বুধবারই রাষ্ট্রপতি তাতে সম্মতি দেবেন। ১ জুলাই নতুন অর্থবছর থেকে তা বাস্তবায়ন শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। বাজেট পাসের প্রত্রুিয়া চলছে। সংসদে সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের মন্জরী দাবি নং ১ উত্থাপিত হয়েছে। মন্জুরী দাবিগুলো উত্থাপন করা হচ্ছে।

[৩] গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন। এটি তার তৃতীয় বাজেট উপস্থাপন৷ পরে দুই দিন আলোচনার পর ৭ জুন চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়। এরপর সপ্তাহখানেক বিরতি দিয়ে ১৪ জুন টানা চার দিন ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয় । পরে আরও ১০দিন বিরতি দিয়ে আবার ২ দিন বাজেটের ওপরে আলোচনা অনুষ্ঠিত হয়।

[৪] মঙ্গলবার ২৯ জুন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের বক্তব্যের মধ্য দিয়ে বাজেট আলোচনা শেষ হয়। পাস হয় অর্থ বিল। সব মিলিয়ে প্রায় একশ’র মতো সংসদ সদস্য এবার বাজেটের ওপর আলোচনা করেন। বলে সম্পূরক বাজেটসহ বাজেটের ওপরে ৬ দিনে ১৫ ঘণ্টার মতো আলোচনা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

[৫] উল্লেখ্য, গত ২জুন সংসদের চলতি অধিবেশন শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়