আখিরুজ্জামান সোহান: [২] সিনহুয়া বার্তা সংস্থার বরাতে জানা যায়, যাত্রীবাহী লঞ্চটি গিলিমানুক সমুদ্রবন্দরের কাছে এসে ডুবে যায়। এই ঘটনায় অন্তত ৬ জন যাত্রী নিহত হয়েছেন। দ্য কেএমপি ইউনিস নামে লঞ্চটিতে ৫৩জন যাত্রীসহ প্রায় ১৫জন ক্রু সদস্য ছিল বলে খবরে বলা হয়েছে। ইয়ন
[৩] শেষ খবর পাওয়া পর্যন্ত, ৪৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা পাশাপাশি নিখোঁজ বাকীদের সন্ধানে খোজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা।