শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুন, ২০২১, ১২:২২ রাত
আপডেট : ৩০ জুন, ২০২১, ১২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতির উপর হামলা প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি

রিয়াজুর রহমান রিয়াজ: [২] চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো: শহিদুল আলম শহীদের উপর সুপরিকল্পিত হামলার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

[৩] মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেন, ২৮ জুন সোমবার রাত আনুমানিক ১০ টায় ছদ্মবেশী আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী কিছু কুচক্রী মহল শহিদুল আলম শহিদের উপর রাতের অন্ধকারে যে হামলা চালিয়েছে তা কোন ভাবেই শুভনীয় নয়। সে সার্বক্ষণিক রাজপথের একজন পরীক্ষিত সৈনিক, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগের পরীক্ষিত ও পরিশ্রমী সৈনিক, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

[৪] বিবৃতিতে দক্ষিণ চট্টগ্রামের বিএনপির এ শীর্ষ দুই নেতা আরো বলেন- শহীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। হামলাকারীরা দলে উৎপেতে থাকা ছদ্মবেশী আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারী কুচক্রী মহল, দলের এই দুর্দিনে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের উপর টার্গেট করে দলে ছদ্মবেশী ষড়যন্ত্রকারীরা এ হামলা করে। ষড়যন্ত্র করে গণতন্ত্রপুনরুদ্ধারের চলমান আন্দোলন কিংবা দলীয় কোন কর্মকান্ডে বাঁধাগ্রস্ত করতে পারবে না। এ ঘটনার সাথে জড়িতদের খুব শীশ্রই দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

[৫] এদিকে নিজের উপর হামলার বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ প্রতিবেদক'কে বলেন - আমি সুফিয়ান ভাইয়ের ( দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক) বাসা থেকে ফেরার পথে মৌলভী পুকুর পাড় ওখানে বোয়ালখালীর জুনায়েদ নামের ছেলে ও পটিয়ার রবিউল আমার উপর হামলা করে। এক পর্যায়ে তারা জনগণকে উদ্বুদ্ধ করার জন্যও মোবাইল চোর বলে ডাকাডাকি করলে উপস্হিত জনগণেকে আমার সাংগঠনিক পরিচয় দেই। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়