শিরোনাম
◈ বাংলাদেশে একটি আইএমইআই-এর বিপরীতে ১০ লাখ মোবাইল, বৈধতা নেই ১৯ লাখ আইফোনের! ◈ রাজধানীর বাজারে কমেছে চালসহ তিন পণ্যের দাম, অস্বস্তি বাড়াচ্ছে সবজি ◈ সমালোচনামূলক কনটেন্ট সরাতে ছয় মাসে গুগলের কাছে অন্তর্বর্তী সরকারের ২৭৯ অনুরোধ ◈ খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফুল পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ দেড় দশকের গোপন ঋণ উদঘাটন: কেন হঠাৎ আকাশছোঁয়া খেলাপি? ◈ সাত দিনে সাত ভূমিকম্প: কাঁপছে দেশ, ভূগর্ভে কী সংকেত দিচ্ছে প্লেটগুলো? ◈ ‘অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন’ (ভিডিও) ◈ ডেঙ্গুর টিকা নিয়ে সু-খবর দিল ব্রাজিল  ◈ পাকিস্তানকে বিদায় ক‌রে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে শ্রীলঙ্কা ◈ ঢাকা শহরে এলাকাভিত্তিক বাড়িভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি!

প্রকাশিত : ২৯ জুন, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৯ জুন, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কমলগঞ্জে তরুণীর বিষপানে রহস্যজনক মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কমলগঞ্জে হেপী আক্তার (২৮) নামে এক তরুণীর বিষপানে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রোববার দুপুরে সে বিষপান করলে সোমবার দিবাগত রাতে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ তরুণীর মৃত্যু নিয়ে এলাকায় চলছে কানাঘোষা।

[৩] সে কমলগঞ্জ পৌরসভার খুশালপুর এলাকার মৃত এলাইছ খার মেয়ে।

[৪] স্থানীরা জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই জাহাঙ্গীর মিয়ার স্ত্রী তানিয়ার সাথে মনোমালিন্য চলছিল হেপী আক্তারের। এ ঘটনার জের ধরে রোববার হেপী আক্তার বিষপান করে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে হয়ে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির একদিন পর চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

[৫] তবে মৃত হেপীর পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরে হেপী মানসিক ভারসাম্যহীন ছিল। রোববারে পরিবারের অগোচরে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে হেপীকে মারা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে সে বিষয়ে এলাকায় বেশ গুঞ্জন উঠেছে।

[৬] কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান, এ বিষয়ে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়