শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ২৮ জুন, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

[৩] ঘটনার বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, ১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। ২৭/০৬/২০২১ইং তারিখ গভীর রাতে র‌্যাব জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী দিনাজপুর জেলা হতে ফেন্সিডিল এর চালান নিয়ে মাগুরা হয়ে ফরিদপুর এর উদ্দেশ্য অ ছ ও ই পরিবহন যোগে রওনা করেছে।

[৪] এ প্রেক্ষিতে অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এর নেতৃত্বে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল ২৭ জুন তারিখ সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর সাকিনস্থ ফরিদপুর-সালথা গামী সড়ক সংলগ্ন "মাগুরা-ফরিদপুর'' গামী মহাসড়কের উপর উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেজনক বাস তল্লাশী করতে থাকে।

[৫] সন্দেহ জনক বাস তল্লাশি করা কালীন মাগুরা জেলার দিক থেকে আগত একটি বাস দেখতে পেয়ে থামানোর সংকেত দিলে বাসটি থেমে যায়। তখন ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করলে গোপন তথ্যর ভিত্তিতে জানতে পাওয়া অছওই পরিবহন (দিনাজপুর-বরিশাল), যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১৪-৮৬৪১ বাসটি মিলে যাওয়ায় গাড়ীর ভিতর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল হক(৩৬), পিতা-মোঃ ইউনুচ আলী, সাং-দিনাজপুর পৌরসভা, ওয়ার্ড নং-০৯, উপ-শহর-০৩, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে আটক করে।

[৬] এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ৯৯ বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ২৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানিয়েছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়