অধ্যাপক ড. কামরুল হাসান মামুন: যে দেশের রাজধানী বিশ্বের ববাসযোগ্য শহরের র্যাংকিংয়ে ১৪০টা দেশের মধ্যে ১৩৭তম, যে দেশের নলেজ ইনডেক্সের র্যাংকিংয়ে দক্ষিণ এশিয়ার মধ্যেও তলানিতে, যেই দেশ দুর্নীতির র্যাংকিংয়ে ১ থেকে ১০- এ , যেই দেশ শিক্ষায় বাজেট বরাদ্দে তলানিতে, বিশ্বে নিজ দেশ থেকে ভিন দেশে অর্থ পাচারের গুণমানের র্যাংকিং করলে তলানিতে যাবে, বিশ্বে কোন দেশ কয়টা খাল নদী মেরে ফেলেছে তার গুণমানের র্যাংকিং করলে আমরা তলানিতেই থাকবে, যেই দেশে নারীরা নিয়মিত খুন, ধর্ষণ, অত্যাচারের শিকার হয়, সেই দেশের বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকবে সেইটা কীভাবে আশা করি? শধু জিডিপি আর পার ক্যাপিটা ইনকাম দিয়ে উন্নয়ন মাপা দেখেই বোঝা যায় আমরা আসলে কতোটা শিক্ষিত। লেখক : শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।