শিরোনাম
◈ নির্বাসন শেষে প্রত্যাবর্তন: তারেক রহমানের ফেরা কি রাজনৈতিক মোড় পরিবর্তনের ইঙ্গিত? ◈ রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে ◈ লটারিতে সাজা‌নো মাঠ প্রশাসন দি‌য়ে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব?  ◈ ২০২৬ সালে চাঁদে পা রাখবে পাকিস্তান ◈ দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজের বিকল্প কে এই কলিম সানা? ◈ সংস্কার প্রশ্নে জামায়াত-এনসিপি একমত, নির্বাচনী সমঝোতার ব্যাখ্যা দিলেন আখতার হোসেন ◈ জামায়াতের সঙ্গে সমঝোতা করলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে: সামান্তা শারমিন ◈ আজ শপথ নেবেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ◈ আরপিও সংশোধনের ধাক্কা: বিএনপিতে যোগ দিতে বিলুপ্ত হচ্ছে ছোট দল? ◈ দেশজুড়ে শীতের দাপট বাড়বে, আসছে শৈত্যপ্রবাহ ‘কনকন’

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:৩২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফ আকবর: প্রশাসনের কাছে অনুরোধ থাকলো, নিকটস্থ থানায় রিপোর্ট করে আমরা কাজ করতে চাই

আসিফ আকবর: গত কয়েকদিন ঊর্ধ্বশ্বাসে কাজ করেছি। প্রত্যেকটা দিন প্রচুর বিশ্রাম আর মনোসংযোগ সেট করতে হয়েছে। গত ঈদের অভিজ্ঞতা থেকে এবার আগে-ভাগেই লকডাউনের ভয় মাথায় রেখে রেকর্ডিং শুরু করেছি। শুটিং স্লট এখনো বাকি। সোমবার থেকে শাটডাউনের আওয়াজ পেয়ে সমস্ত ঈদ প্রজেকশন বন্ধ হয়ে গিয়েছিলো প্রায়। নতুন সিদ্ধান্তে একটু হাঁফ ছেড়ে বেঁচেছি। অন্তত চারটা ওয়ার্কিং ডে হাতে পেয়েছি, যদিও এর মধ্যে ঈদের সব কাজ শেষ করা সম্ভব হবে না।

আমাদের সম্মানিত যন্ত্রশিল্পীদের কোনো প্রকার রাইট রেভিনিউ পাওয়ার সুযোগ নেই। গীতিকার, সুরকার, শিল্পীদের জন্য রেকর্ডিং একমাত্র আয়ের পথ। স্টেজ শো আমাদের মূল জীবিকা হলেও এখন পরিস্থিতি অনুকূলে নেই। রেকর্ডিংয়ে আবার বেশির ভাগ শিল্পীই ব্যস্ত নয়। তবে একটা কর্মযজ্ঞ শুরু হয়েছিলো ইন্ডাস্ট্রিতে। নেক্সট শাটডাউনে মিউজিকের সব শ্রেণির লোকজন ক্ষতিগ্রস্ত হবেই। ঈদ তো দূরের কথা, বাসা ভাড়ার টাকা জোগাড় করা মুশকিল হয়ে যাবে অনেকের। এখানে কেউ কেউ স্বচ্ছল, সবাই নয়। একটা রেকর্ডিংয়ে সর্বোচ্চ তিনজন থাকলেই কাজ হয়ে যায়। সামাজিক দূরত্ব আর করোনার সঙ্গে সম্পৃক্ত সকল আইন মেনেই আমরা কাজ করতে চাই।

আমাদের কোনো সরকারি প্রণোদনার দরকার নেই। অন্তত রেকর্ডিং করার সুযোগ পেলে মিউজিশিয়ানদের একটা বড় অংশ সারভাইভ করতে পারবেন এই আপদকালীন ক্রাইসিসে। প্রশাসনের কাছে অনুরোধ থাকলো, নিকটস্থ থানায় রিপোর্ট করে আমরা কাজ করতে চাই। আমাদের এই সুযোগটা দেওয়া হোক। আমাদের কোনো কার্যকর সমিতি বা একতা না থাকার কারণে ফেসবুকের মাধ্যমে আকাশের ঠিকানায় চিঠি পাঠালাম। রাষ্ট্রীয় যেকোনো প্রশাসনের নিয়ন্ত্রণে রেখে আমাদের কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো। সংগীতশিল্পী। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়