শিরোনাম
◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফজলুল বারী: এতো বছরের গার্মেন্টস শিল্প আজ পর্যন্ত ষোলআনা শ্রমিকবান্ধব হতে পারলো না

ফজলুল বারী: ঢাকার আশেপাশের শ্রমিকদের দিয়ে গার্মেন্টস কারখানা চালু রাখা হবে! গার্মেন্টস মালিকদের বরাবরের মতো এ আরেকটা মিথ্যা বচন। কতোবার তারা বলেছেন, তাদের পরিবহনে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কারখানায় আনা-নেওয়া করা হবে। এসব তারা কখনো মানেননি। কারখানার ভেতরে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করানো করা সম্ভব। বিপদ হলো তারা যে বস্তির ঘরে থাকে, কারখানায় তাদের আসা যাওয়ার ব্যবস্থা মোটেই নিরাপদ নয়। প্রধানমন্ত্রীর বাড়ির মতো গার্মেন্টস শ্রমিকদেরও বাড়ি দেওয়া যেতো। সরকার থেকে চেয়ে তারা কতোকিছু চায়। নিজেদের ভবনের জন্য জমি চায়। কথায় কথায় ঋণ চায় এবং পায়ও। কিন্তু শ্রমিকদের আবাসিক ব্যবস্থার জন্য কোনোদিন জমি চায়নি। ১ লাখ ৭০ হাজার টাকায় প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি হচ্ছে। এই টাকা গার্মেন্টস শ্রমিকরা কিস্তিতে দিতে পারতো। মালিকরা এটা কোনোদিন ভাবেনওনি। তারা মনে করেন, বছরে একবার শ্রমিকদের নিয়ে বনভোজন করাই হচ্ছে সবচেয়ে শ্রমিক বান্ধব কাজ!

দেশের সকল সেক্টর সরকারের কাছে তাদের লোকজনের জন্য ভ্যাকসিন চাইছে। কৃষিমন্ত্রী ভ্যাকসিন চাইছেন কৃষকদের জন্যে। কিন্তু গার্মেন্টস মালিকরা শ্রমিকদের জন্যে জোরগলায় ভ্যাকসিন চেয়েছেন এমন দৃষ্টান্ত নেই। ভ্যাকসিন মালিকরা চাইলে তাদের বিদেশি বায়ারদের সঙ্গে যোগযোগ-দেনদরবার করে নিজেরাই আনতে পারতেন। এমন কোনো উদ্যোগ-চেষ্টার কথাও কেউ শোনেনি। এতো বছরের গার্মেন্টস শিল্প আজ পর্যন্ত ষোলোআনা শ্রমিকবান্ধব হতে পারলো না। দিন শেষ শুধু জানা গেলো, গার্মেন্টস মালিকরা শ্রমিকদের চেয়ে গরিব। সরকার তাদের জন্য এতোকিছু করে-করলো, কিন্তু তাদের গরিবানা গেলো না। লেখক : অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়