শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

মাহবুবুর রহমান: নোয়াখালীর সোনাইমুড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত স্কুল ছাত্রী (১৩) স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী ।

শনিবার (২৬ জুন) রাতে এই ঘটনায় ভুক্তভোগীর মা ২জনকে অভিযুক্ত করে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম জোরপূর্বক মাইক্রোতে করে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন অপহৃত ওই স্কুল ছাত্রীর মা।

লিখিত অভিযোগ ও ভিকটিমের মা সূত্রে জানা যায়, গত ২৬ জুন সকাল ১০টার দিকে সুরভী কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে এ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ী ফেরার পথে স্কুলের সামনে থেকে স্থানীয় মো. খোকনের ছেলে সজিব (২০) ও তার সাঙ্গপাঙ্গরা তার মুখে ওড়না পেঁচিয়ে জোরপূর্বক মাইক্রো তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে কালিকাপুর গ্রামের আবদুল মতিনের পুত্র মোশারফ হোসেন (৩৫) ওই ছাত্রীর মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তবে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে ঢাকার উত্তরখান থেকে রোববার দুপুরে সোনাইমুড়ী থানার পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের ফোনে কথা বললে প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে মোশারফসহ অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়