শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২৮ জুন, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২৮ জুন, ২০২১, ০১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

মাহবুবুর রহমান: নোয়াখালীর সোনাইমুড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অপহৃত স্কুল ছাত্রী (১৩) স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী এবং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সৌদি প্রবাসী ।

শনিবার (২৬ জুন) রাতে এই ঘটনায় ভুক্তভোগীর মা ২জনকে অভিযুক্ত করে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, একই দিন সকাল ১০টার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম জোরপূর্বক মাইক্রোতে করে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন অপহৃত ওই স্কুল ছাত্রীর মা।

লিখিত অভিযোগ ও ভিকটিমের মা সূত্রে জানা যায়, গত ২৬ জুন সকাল ১০টার দিকে সুরভী কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে এ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ী ফেরার পথে স্কুলের সামনে থেকে স্থানীয় মো. খোকনের ছেলে সজিব (২০) ও তার সাঙ্গপাঙ্গরা তার মুখে ওড়না পেঁচিয়ে জোরপূর্বক মাইক্রো তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে কালিকাপুর গ্রামের আবদুল মতিনের পুত্র মোশারফ হোসেন (৩৫) ওই ছাত্রীর মায়ের কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তবে স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে ঢাকার উত্তরখান থেকে রোববার দুপুরে সোনাইমুড়ী থানার পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে জানতে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের ফোনে কথা বললে প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে মোশারফসহ অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়