শামীম আহমেদ: নোয়াম চমস্কিকে সাক্ষাৎকার নিতে যাওয়া ব্যক্তি ইংরেজিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ২ লাখ বলেছেন। পরবর্তী সময়ে অবশ্য ক্ষমাও চেয়েছেন। অথচ বছরের পর বছর ধরে খালেদা জিয়া ও তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩ লাখ বলে আসছেন এবং এই খালেদা জিয়া ও তারেক রহমানকে বাংলাদেশের ৩৫ শতাংশ বা ৬ কোটি মানুষ ভোট দেয় বা সমর্থন করে। এই ৬ কোটি মানুষের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওই ব্যক্তিকে সমালোচনা করার কোনো নৈতিক অধিকার নেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রটি, যে স্ব-স্বীকৃত সাংবাদিক, তার অপরাধ মার্জনীয়, তার বয়স এবং অনভিজ্ঞতার জন্য। কিন্তু খালেদা জিয়া ও তারেক রহমানের অপরাধ অমার্জনীয়, ঠিক একইভাবে তাদের বয়স ও অভিজ্ঞতার জন্য।
বিশ্বব্যাপী যেমন ’Holocaust Denial Act’- এর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনী ও প্রশাসন কর্তৃক ইহুদি হত্যাকে অস্বীকার করলে আইনি ব্যবস্থা নেওয়া যায়, তেমনই বাংলাদেশে শহীদের সংখ্যা ৩০ লাখের নিচে উল্লেখ করলে, মুজিব নগর সরকার কিংবা স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর নামকে প্রশ্নবিদ্ধ করলে তাদের সরাসরি শাস্তির আওতায় আনার ব্যবস্থা করতে হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। লেখক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ