শিরোনাম
◈ অভিবাসন নীতিতে কঠোরতা; ইউরোপ না ছাড়লে হতে পারে দীর্ঘ সময়ের জেল ◈ ঋণের ফাঁদে আমরা ইতিমধ্যেই পড়েছি—এনবিআর চেয়ারম্যানের সতর্কবার্তা ◈ দলীয় নেতাকর্মীদের উদ্দেশে যে কঠোর বার্তা দিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য দেশি পর্যবেক্ষক নিবন্ধন সম্পন্ন: ইসি অনুমোদন দিয়েছে ৮১ সংস্থাকে ◈ মঞ্চে গালি দেওয়ায় ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হলো সাবেক সমন্বয়ককে, ভিডিও ভাইরাল ◈ আসিফ আকবর–ওমর সানীর ‘শব্দযুদ্ধ’ চরমে: ব্যক্তিজীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ সানীর ভিডিওবার্তা ভাইরাল ◈ জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক (ভিডিও) ◈ দেশের মা‌টি‌তে ৩ ফরম্যাটের সিরিজ খেলে জাতীয় দল থে‌কে অবসর নি‌তে চান সাকিবআল হাসান ◈ যুদ্ধ বিধস্ত সি‌রিয়া ও ফি‌লি‌স্তিন ফিফা আরব কাপের কোয়ার্টার ফাইনালে ◈ জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ

প্রকাশিত : ২৭ জুন, ২০২১, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে বহুল আলোচিত হত্যাসহ ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মো. মোস্তাফিজুর রহমান : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

এর ধারাবাহিকতায় ২৭/০৬/২০২১ খ্রীঃ রাতের শেষ প্রহর ৪.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান, পিএসসি এর নেতৃতে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল রাজবাড়ী জেলার পাংশা থানাধীন চর আফড়া এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত জনৈক আবু বক্কর মন্ডল(৩০), পিতা মোঃ আজাহার আলী মন্ডল,সাং- দিলখেতু পাড়া,থানা- সুজানগর, জেলা- পাবনাকে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে হত্যা করা সহ সাতটি মামলার ওয়ারেন্টভুক্ত দুধর্ষ ০১ জন পলাতক আসামী গ্রেফতার করা হয়।

সূত্র- ১। রাজবাড়ী জেলার পাংশা থানার নারী ও শিশু অপহরণ মামলা নং-০২(১২)২০১৪।

২। রাজবাড়ী জেলার পাংশা থানার হত্যা চেষ্টা সহ চুরি মামলা নং-০৭(১০)২০১৩।

৩। রাজবাড়ী জেলার পাংশা থানার হত্যা চেষ্টা সহ চুরি মামলা নং-১০(২১)২০০৬।

৪। রাজবাড়ী জেলার পাংশা থানার চাঁদাবাজী মামলা নং-০২(১)২০২০।

৫। রাজবাড়ী জেলার পাংশা থানার চুরি মামলা নং-০৯(১৭)২০০৬।

৬। রাজবাড়ী জেলার পাংশা থানার গাড়ীতে অগ্নি সংযোগ, ভাংচুর,বেআইনি আটক মামলা নং-০৯(২১)২০০৬।

৭। পাবনা জেলার সুজানগর থানার খুন ও লাশ গুম মামলা নং-০৭(০৭)২০১৭।

উলেক্ষ্য যে উক্ত আসামী রাজবাড়ী জেলার পাংশা থানাসহ বিভিন্ন এলাকায় হত্যা, লাশ গুম, গাড়ীতে অগ্নি সংযোগ ভাংচুর, নারী ও শিশু অপহরণ, চাঁদাবাজী, চুরি সহ একাধিক বিচারাধীন লোমহর্ষক ও চাঞ্চল্যকর অপরাধ সংঘটিত করিয়া দীর্ঘদিন আাত্নগোপনে ছিল। উক্ত আসামী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এলাকার সাধারন মানুষ তার ভয়ে সর্বদা আতংকিত থাকতো। তাকে গ্রেফতারে এলাকার সাধারন মানুষের মাঝে স্বতি ফিরে আসছে।

গ্রেফতারকৃত আসামী মোঃ ফজলু বিশ্বাস (৪৬),পিতাঃ মুন্নাফ বিশ্বাস, সাং-চর আফড়া, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী।

গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ধরণের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার অভিযান সচল রেখে অপরাধমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়