সুমাইয়া ঐশী : [২] শুক্রবার কলোম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকেকে বহনকারী হেলিকপ্টারে বন্দুকহামলা করা হয়। এতে তিনি অক্ষত থাকলেও হামলাকারীদের চিহ্নিত করতে চলছে জোর চেষ্টা। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার দেশটির প্রতিরক্ষামন্ত্রী দিয়েগো মোলান্দো রোববার এ পুরস্কারের ঘোষণা দিলেন। বিবিসি
[৩] একটি বিবৃতি প্রকাশ করে মোলান্দো জানান, এ হামলা নিয়ে কোনো ধরনের তথ্য যদি কেউ জানে, তা যেনো কর্তৃপক্ষকে জানানো হয়। তথ্যদাতাকে ৩ মিলিয়ন পেসো বা ৭ লাখ ৯৮ হাজার মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। আল জাজিরা
[৪] দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রেসিডেন্ট ইভান ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকা কুকুটা পরিদর্শনে গেলে এ ঘটনাটি ঘটে। পুলিশ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে, তারা ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকা থেকে দুটি রাইফেল উদ্ধার করেছে। এরমধ্যে একটি হলো একে-৪৭ এবং অন্যটি ৭.৬২ ক্যালিভার রাইফেল। পুলিশ বলছে, ৭.৬২ ক্যালিভার রাইফেলে ভেনিজুয়েলার সশস্ত্র গোষ্ঠীর চিহ্ন রয়েছে।