শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে ৪৪ হাজার ৭শ’ ৪৫ টাকা অর্থদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলায় নতুন করে করোনার সংক্রমন বেড়েই চলেছে । নতুন করে আক্রান্ত হয়েছেন আর ৪১ জন। তাদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, শ্রীমঙ্গল ১৫ জন, কুলাউড়া ৭ জন, জুড়ীতে ২ জন, রাজনগরে ১ জন ও বড়লেখায় ১ জন।

[৩] জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, স্বাস্থ্যবিধি মানা ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২৬ জুন শনিবার থেকে জেলার ৭টি উপজেলায় ৩০টি স্থানে মোবাইল কোর্ট কার্যক্রম সকাল ও বিকেলে দুইবার পরিচালনা করা হচ্ছে।

[৪] স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায়, বিনা কারণে বাহিরে চলাফেরা ও গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় ১৮৯ জন ব্যক্তিকে ৪৪ হাজার ৭শ’ ৪৫ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

[৫] শনিবার ২৬ জুন সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত একযোগে মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫ ধারামতে ১৮৯ জনকে অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

[৬] মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ২৬ জুন ১৬১ টি নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ২৫ শতাংশ। গত ২৫ জুন ২৪ ঘণ্টায় ৯৩ জনের করোনার নমুনা পরীক্ষা করে ৩৯ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িছে ৪২ শতাংশ এবং ২৪ জুন ২৪ ঘন্টায় শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৫৮ শতাংশ।

[৭] মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার সীমান্ত রয়েছে ভারতের সঙ্গে। প্রতিদিনই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভা করোনা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করতে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করছে।

[৮] জেলা সিভিল সার্জন ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, গত ২৪ ঘন্টায় ১৬১ টি নমুনা পরীক্ষায় পাঠালে ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৮শ’ ৭১ জনের শরিরে করোনা শনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৫ শত ৭২ জন। হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়