শিরোনাম
◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী কার্যালয়ে  প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন  ◈ পাটগ্রাম সীমান্তে বিএসএফে'র গুলিতে বাংলাদেশি নিহত ◈  কমবে তাপমাত্রা, মে মাসেই কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা ◈ বাংলাদেশ-চীন সামরিক মহড়া মে মাসে, নজর রাখবে ভারত ◈ দুই শিক্ষার্থীর মৃত্যু: চুয়েটে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, যান চলাচল শুরু ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভারত, চীন বা রাশিয়ার মাধ্যমে পরিচালিত নয়: মার্কিন কর্মকর্তা

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এএসপি পরিচয়ে বিয়ে অতপরঃ পুলিশের হাতে ধরা পড়ল প্রতারক যুবক

বগুড়া প্রািতনিধিঃ [২] পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে কলেজ পড়ুয়া ছাত্রীকে বিয়ে করে প্রতারণার অভিযোগে দুই সন্তানের জনক আব্দুল আলীম (৩২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আলীম পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ডাকিয়া পারা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। পেশায় একজন বাদাম বিক্রেতা।

[৩] বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পুলিশ প্রতারণার স্বীকার কলেজ ছাত্রীর বাড়ী থেকে তাকে গ্রেফতার করে।

[৪] জানা যায়, প্রতারক আব্দুল আলীমের সাথে বগুড়া সদরের পলাশবাড়ি গ্রামের কলেজ পড়ুয়া এক মেয়ের মোবাইল ফোনে মিস কলের মাধ্যমে পরিচয় এর এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রতারক আলীম নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়ে প্রায় ১৫ মাস প্রেম চুটিয়ে চলছিল। তারপর উভয়ে সিদ্ধান্ত নেয় বিবাহের সেই সিদ্ধান্ত অনুযায়ী এই মাসের ১৮ তারিখে আব্দুল আলীম মেয়েটির বাড়ীতে এসে ৩ লাখ ৫০ হাজার ৫শত টাকা দেন মোহরানা ধায্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ঘর সংসার করতে থাকে।

[৫] গল্প করতে গিয়ে প্রতারক আব্দুল আলীম মেয়েটির পরিবারকে জানায় সে, রংপুর জেলার সৈয়দপুর নামের এক পুলিশ ফাঁড়ির দায়িত্বে আছে। তখন মেয়েটির পরিবারের সন্দেহ হয় এবং আব্দুল আলীমকে জেরা শুরু করলে সে এক পর্যায়ে সে স্বীকার করে তার পেশা বাদাম বিক্রেতা ও পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করে। পরে স্থানীয়দের সহায়তায় মেয়েটির পরিবার থানা পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতারক আলীমকে গ্রেফতার করে। অপরদিকে প্রতারক আলীম প্রাণ ভয়ে ৯৯৯ এ ফোন করে তাকে উদ্ধারের জন্য সহযোগীতা চায়।

[৬] বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা পুলিশের মুখপাত্র) ফয়সাল মাহমুদ এ প্রতিবেদক-কে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক পাশাপাশি আমাদের সামাজিক সচেতনতার দিকটিও উঠে আসে। আমরা প্রতারককে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়