শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৪, ০১:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাইটনকে বিধ্বস্ত করে দুইয়ে ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের নিজেদের মাঠে দারুণ জয় পেলো ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ব্রাইটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। সিটির হয়ে জোড়া গোল করেন ফিল ফডেন। এই জয়ে লিগ শিরোপার দৌড়ে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে সিটিজেনরা। এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৭৭।

টানা দুই ম্যাচে ছিলেন না ম্যানসিটির সেরা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। তবে নরওয়েজিয়ান স্ট্রাইকারকে ছাড়া আগের ম্যাচে চেলসিকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছিল সিটি। এবার লিগে ব্রাইটনকে উড়িয়ে দিলো।

ম্যাচের ১৭তম মিনিটে কাইল ওয়াকারের নিখুঁত ক্রসে কেভিন ডি ব্রাইনা ডাইভিং হেডের গোলে এগিয়ে যায় সিটি। গার্দিওলার দল ব্যবধান দ্বিগুণ করে ২৬তম মিনিটে। ফডেনের ফ্রি কিক প্রতিপক্ষ খেলোয়াড় প্যাসকল গ্রসের গায়ে লেগে জালে বল জড়ায়। আট মিনিট পর ইংলিশ ফরোয়ার্ড ব্যবধান ৩-০ করেন।

৬২তম মিনিটে দলের চতুর্থ গোলটি করেন জুলিয়ান আলভারেজ। হাল্যান্ডের স্থলাভিষিক্ত আলভারেজ জানুয়ারির পর এটি তার প্রথম লিগ গোল। শেষ পাঁচটি ম্যাচ জিতলে ম্যানসিটি টানা চতুর্থবার ট্রফি ঘরে তুলবে। সূত্র: বাংলা ট্রিবিউন

ম্যাচ শেষে গার্দিওলা বলেন, আমাদের জন্য এটা ভালো ফল। সত্যিই ভালো। আমি আগে বলেছিলাম, অতীতে আমরা কী করেছি, তার মানে এটা নয় যে আমরা ভবিষ্যতেও একই কাজ করবো। আমরা জানি ব্যবধান খুব কাছাকাছি। আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে। প্রতি ম্যাচে আমরা আরও কাছে যাবো।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়