শিরোনাম
◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প মোকাবিলায় জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা ◈ তালাক হলেও ফিরে আসার পথ—ইসলামী বিধান অনুযায়ী করণীয় ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন দায়িত্বে নতুন এসপিদের ব্রিফ করবেন প্রধান উপদেষ্টা ◈ ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’ ◈ ক্লাসে না ফিরলে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ◈ ইসিকে তফসিল ঘোষণায় সময়সুবিধা বিবেচনার আহ্বান নাহিদ ইসলামের ◈ র‌্যাং‌কিং‌য়ের সেরা আটে মোস্তাফিজ, রিশাদ-ইমন-সাইফদের উন্ন‌তি ◈ ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ক্লাব, খেল‌বে লাতিন বাংলা সুপার কাপ

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ১২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: ঝুঁকিপূর্ণ এক উপত্যকায় অবস্থান করছে ই-ভ্যালী

লুৎফর রহমান হিমেল: যেখানে খুব সহজেই আর্থিক লাভালাভ পাওয়া যায় সেসব জায়গায় আমি যাই না। টাকাকড়ি কঠোর পরিশ্রম করে উপার্জন করতে হয়। এটাই বিশ্বাস করি আমি। এ কারণে লটারি টিকিট পর্যন্ত আমি কিনি না। তারপরও একবার ভুল করেছিলাম। সেটা ২০১০ সালে। প্রথম আলো ছেড়ে দেওয়ার সময়। পত্রিকাটি থেকে গ্রাচুইটিসহ যে টাকা পেয়েছিলাম, তার মধ্যে দুই লাখ টাকা জলে ফেলেছিলাম একজনের বারবার পরামর্শে। আসলে সেটা জলে ফেলা বললে কমই বলা হবে, ফেলেছিলাম আসলে সাগরে।

শেয়ারবাজারে। ফলে বছর ঘুরতে দুই লাখ টাকার পেয়েছিলাম ২০ হাজার টাকা। বাকি টাকা উধাও। কিছুদিন ধরে ভাবছি ই-ভ্যালীর কথা। হাজার হাজার কোটি টাকা হয়তো তারা এর মধ্যে জড়ো করে ফেলেছে। তারা কখন আবার ব্যবসা গুটিয়ে চলে যায়, কে বলতে পারে? এ দেশে সবই সম্ভব। রিস্কি এক উপত্যকায় এখন অবস্থান করছে ই-ভ্যালী। আমার একমাত্র ভায়রা ৪০ হাজার টাকার টিভি কিনেছে ২২ হাজারে। আরও নানা জিনিস কিনেছে। সে নাকি আরও কী কী অর্ডার করে রাখছে, সেই টাকার পরিমাণ ৫০-৬০ হাজার তো হবেই! প্রতিবেশী খালাতো ভাইয়ের কথা শুনলাম, সে নিয়মিতই ই-ভ্যালীর উপত্যকায় যাতায়াত করে।

সে নাকি কয়েক লাখ টাকার অর্ডার করে রেখেছে। ভাবলাম, দরকার নেই আমার ওসবের। যা দরকার নগদ টাকায় কিনবো। কেউ আমাকে লোভের ফাঁদে ফেলতে পারবে না। যতো ঝড়-তুফান-টর্নেডোর অফারই দিক না কেন। এ-ই যখন আমার পণ, গত পরশু গিন্নী বললো, সে নাকি কোন অনলাইনে দারুণ এক অফার পেয়েছে; টাকাও দিয়ে দিয়েছে অ্যাডভান্স। বললাম, কোন অফার, কোন অনলাইনে? বললো, ই-ভ্যালী! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়