রাজু চৌধুরী : [২] চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৩] বৃহস্পতিবার (২৪ জুন) র্যাব-৭ চট্টগ্রাম থেকে জানানো হয়, বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরাাা হলেন, আব্দুল হান্নান (৪২), শাহবুদ্দিন (৩২), সাইফুল ইসলাম মামুন (২৫) ও আসিফ খান মনির (২৪)।
[৪] বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, ‘বুধবার বাকলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫৮ লাখ ৮০ হাজার মূল্যের ১৯ হাজার ৫৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
[৫] আটক চারজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বাকলিয়া থানায় পাঠানো হয়েছে বলে জানান এ র্যাব-৭ কর্মকর্তা।