শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ জুন, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ২৪ জুন, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদীতে ২৪ ঘণ্টায় ৬৮ জনের করোনা শনাক্ত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: [২] উপজেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় উপজেলায় করোনা সংক্রমণের হার ৬ দশমিক ০১ শতাংশ।

[৩] পাবনা জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ঈশ্বরদীতে ১ হাজার ১৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে ১৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৯৩ জনের নমুনা পরীক্ষার মাধ্যমে আরও ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে জুন মাসের শুরু থেকে ২৩ তারিখ পর্যন্ত সরকারী এবং বেসরকারী ভাবে ৬ হাজার ৫২৬ জনের নমুনা সংগ্রহ করে ৫৫২ জন করোনা আক্রান্ত। সংক্রমনের হার ৮ দশমিক ০৪ শতাংশ।

[৪] করোনা সংক্রমণের হার আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসমা খান বলেন, পারমাণবিক প্রকল্প, ঈশ্বরদী ইপিজেডসহ দেশের গুরুত্বপূর্ণ এ অঞ্চলে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণ লোকের সমাগম হয়, ফলে সংক্রমণের ঝুঁকি এমনিতেই বেশি, উপরন্তু কুষ্টিয়া ও নাটোরের সীমান্তবর্তী এলাকা হওয়ায় ঈশ্বরদীতে করোনা সংক্রমণ প্রতিদিনই বাড়ছে।’

[৫] উপজেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হলেও, দেশের গুরুত্বপূর্ণ এবং মেগা প্রকল্প হওয়ার কারণে এবং কেপিআই জোন হওয়ায় ঈশ্বরদীতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ কোনো উদ্যোগ গ্রহণ করতে পারছে না বলে জানান ডা. আসমা।

[৬] জেলার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, সংক্রমণ শনাক্তের হার ঊর্ধ্বমুখী। মানুষের মধ্যে কোনো ধরনের স্বাস্থ্যবিধি নেই। বিষয়টি স্বাস্থ্য বিভাগকে চিন্তায় ফেলে দিয়েছে। যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। রাস্তাঘাট, বাজারসহ সব জায়গায় মানুষের ভিড়। জরুরি ভিত্তিতে এসব বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন। এসব বিষয় নিয়ে আমি সবার সঙ্গে আলোচনা করছি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়