শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্ত্রীকে হত্যার ২৩ বছর আত্নগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ফরজ আলীর

লালমনিরহাট প্রতিনিধি : [২] ফরজ আলী। বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোবধা গ্রামে। আজ থেকে ২৩ বছর আগে স্ত্রী হাসিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিয়ে পালিয়ে যান। নিজের নাম পরিচয় গোপন করে অন্যত্রে বিয়ে করেন। ওই ঘটনার তদন্তে প্রমানিত হয় ফরজ আলী নিজে তার স্ত্রীকে হত্যা করেছেন। আদালত ফরজ আলীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করলে আত্নগোপনে চলে যান। কিন্তু বিধিবাম ২৩ বছর পর গত ২০ জুন পুলিশ সেই ফরজ আলীকে গ্রেফতার করেছেন।

[৩] আদিতমারী থানা পুলিশ সুত্রে জানা গেছে, ১৯৯৭ সালে ২৮ জুলাই ওই এলাকার মৃত হোসেন আলীর পুত্র ফরজ আলী তার স্ত্রী হাসিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা হিসেবে চালিয়ে দিয়ে পালিয়ে যান। প্রথমে ভারতে পরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার এক সীমান্তে অবস্থান গ্রহন করেন। নিজের নাম পরিচয় গোপন করে ওই এলাকায় বিয়ে করে নতুন করে সংসার শুরু করেন। এ দিকে তার স্ত্রীর মৃত্যুটি আত্মহত্যা নয়, হত্যাকান্ড তার প্রমাণ পায় পুলিশ। পরে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরজ আলীর যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। কিন্তু ফরজ আলী সবার অজান্তে কুড়িগ্রাম সীমান্তে তিনি নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে কাটিয়ে দেয় জীবনের ২২/২৩ টি বছর।

[৪] নতুন করে আবারও বিয়ে, সন্তান, সংসার সবকিছুই শুরু করে দেন। ফরজ আলী হয়তো ভুলেও গিয়েছিলেন, তার কোন স্ত্রী ছিল যাকে সে নির্মমভাবে হত্যা করে আত্নগোপন করে আছে। কিন্তু বিধিবাম আদিতমারী থানা পুলিশ ২৩ বছর আগের টগবগে জওয়ান ফরজ আলীকে বৃদ্ধ অবস্থায় আবিষ্কার করে ফেলেন। গত ২০ জুলাই রাতে তাকে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার ওই সীমান্ত থেকে ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেন আদিতমারী থানা পুলিশ।

[৫] আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, একটি গ্রেফতার অভিযানের মধ্য দিয়ে ২৩ বছর যাবৎ আত্নগোপনে থাকা টগবগে জওয়ান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বৃদ্ধ ফজর আলীকে গ্রেফতারের মধ্যদিয়ে ইতি টানা হলো নৃশংস হত্যাকান্ডের রহস্য, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ, চার্জশিট দাখিল, ন্যায় বিচারের জন্য সাক্ষী হাজির করা এবং রায় বাস্তবায়নের জন্য আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালত সোপর্দ করনের মধ্যদিয়ে পুলিশী কর্মকান্ডের চুড়ান্ত পরিসমাপ্তি ঘটলো। গ্রেফতারকৃত ফরজ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। সম্পাদনা; জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়