শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৮:১৭ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈশ্বরদী থেকে এবার সাগরদাঁড়ি ও টুঙ্গিপাড়া এক্সপ্রেস বন্ধ

রিয়াদ ইসলাম: [২] করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার পাবনার ঈশ্বরদী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ও গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ জুন) পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় কার্যালয় ট্রেন দুটি বন্ধ করার ঘোষণা দেয়।

[৩] পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন বলেন, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ওই রুটের বিভিন্ন শহর লকডাউন করা হয়েছে। এ কারণে ট্রেনগুলোর চলাচল বন্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেনগুলো চলবে না। করোনার সংক্রমণ বাড়তে থাকলে অন্য রুটের ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

[৪] রেলের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের কারণে ১১ জুন রাজশাহী-খুলনা রুটের সাগড়দাঁড়ি এক্সপ্রেস ও রাজশাহী-গোবরা রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সংক্ষিপ্ত করে ঈশ্বরদী থেকে চালানো হচ্ছিল। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫৫ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে যেত। অন্যদিকে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস বিকেল সাড়ে ৪টায় ঈশ্বরদী থেকে গোবরার দিকে যাত্রা করত।

[৫] এর আগে সোমবার ঈশ্বরদী থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মধুমতি এক্সপ্রেস ট্রেনের চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেল বিভাগ। এ নিয়ে গতকাল প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘ঈশ্বরদী-ভাঙ্গা রুটে মধুমতি এক্সপ্রেস চলাচল বন্ধ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

[৬] করোনার সংক্রমণ বাড়ার কারণে এর আগে ১১ জুন ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস, চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস, রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস, রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন বন্ধ ঘোষণা করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়