সাইফুল ইসলাম : [২] বাগেরহাটের মোরেলগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জোসনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) বিকেল ৪টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
[৩] মৃত জোসনা বেগম পৌরসভার সানকিভাঙ্গা গ্রামের দিনমজুর আব্দুল আজিজ খলিফার স্ত্রী। এ নিয়ে চলতি জুন মাসের ২২ দিনে মোরেলগঞ্জে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৯৯ জন।
[৪] ৩ সন্তানের মা মৃত জোসনা বেগম সোমবার জ্বর ও কাশি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ওই সময় র্যাপিড টেষ্টে করোনা পজেটিভ পাওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়।
[৫] উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি এ সম্পর্কে বলেন, জুন মাসের ১ তারিখ থেকে আজ ২২ তারিখ পর্যন্ত এখানে ২২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজেটিভ হয়েছে ৯৯ জনের। মৃত্যুবরণ করেছেন ৩ জন।
[৬] তিনি আরও জানান, মোরেলগঞ্জ হাসপাতালে মঙ্গলবার ২২ জনের নমুনা পরীক্ষায় ৯ জন পজেটিভ পাওয়া যায়। গতকাল সোমবার পরীক্ষা করা হয়েছে ২১ জনের। এর মধ্যে হাসপাতালের একজন ডাক্তারসহ ৮ জনের করোনা পজেটিভ মিলেছে।
[৭] উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমন মোরেলগঞ্জে দিনদিন বেড়ে চললেও সংক্রমন রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনই তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে। সম্পাদনা: সাদেক আলী