শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় বিক্ষোভ: ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের দাবিতে সংগ্রাম কমিটির সমাবেশ ও সড়ক অবরোধ (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার ২২শে জুন সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা প্রত্যাহার দাবিতে ও ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা ও লাইসেন্সের দাবিতে বরিশালে রিক্সা ইউনিয়ন ও ব্যাটারিচালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম কমিটির বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বরিশাল শহরের ৩০টি ওয়ার্ড থেকে আগত দুই সহস্রাধিক শ্রমিকের অংশগ্রহণে সদর রোড অবরোধ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ব্যাটারিচালিত রিক্সা ইজিবাইক সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব ও বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুমন। বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারন সম্পাদক মানিক হাওলাদার, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়ন (রেজি নং ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, বরিশাল ইজিবাইক চালক সংগ্রাম কমিটির নেতা গোলাম রসুল,সুজন শিকদার প্রমুখ।

বক্তারা বলেন, বরিশালসহ সারাদেশে প্রায় ৫০ লক্ষ পরিবারের রুটি রুজি এই ব্যাটারিচালিত যানবাহনের সাথে যুক্ত। যেখানে এই রিক্সা-ভ্যান-ইজিবাইকের একটি ডিজাইন ও নীতিমালা প্রনয়ন করে এগুলিকে লাইসেন্স দেয়া দরকার সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী এই সমস্ত যানবাহনকে নিষিদ্ধ ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষের জীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। বক্তারা অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার গনবিরোধী ও গরীব মারার এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান এবং অবিলম্বে এই যানবাহনের লাইসেন্স দেয়ার দাবি করেন । ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক বন্ধের এই চক্রান্ত থেকে সরে না আসলে ভবিষ্যতে সংগ্রাম কমিটির নেতৃত্বে বরিশালসহ সারাদেশে হরতাল-অবরোধের মত কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়