শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:২১ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

জিএম মিজান :[২]  বগুড়া ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে র‌্যাবের একটি টিম, গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালিয়ে মদও বিয়ারসহ ৪ মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত ৯টায় এ অভিযান পরিচালনা করে।

[৩] গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়গাড়ী গ্রামের মোঃ মেছের আলী পুত্র মোঃ রনি বাবু (২৬), বগুড়া সদরের রহমান নগর গ্রামের মোঃ সেলিম হাসানের পুত্র মোঃ সৌমিক হাসান মুন (২৩), কানজগাড়ী (পিটিআই মোড়) এলাকার মৃত আজিজুল হকের পুত্র মেহেদী হাসান (২৪)।

[৪] বগুড়া ক্যাম্প সূত্রে জানা যায়, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা পুকুরপাড় বাজার তালহা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক বোতল দেশীয় মদ, দুই ক্যান বিয়ার, একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল, আটটি সীমকার্ড এবং নগদ ১৮৫০ টাকাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

[৫] র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়ার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়