শিরোনাম
◈ কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করলেই বিচারিক জীবনের ইতি—প্রধান বিচারপতির কড়া হুঁশিয়ারি ◈ আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবে একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা ◈ শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ◈ আসছে বড় সুখবর, ২০২৬ সালে কোন মাসে কত দিন টানা ছুটি পাবেন চাকরিজীবীরা, দেখুন তালিকা ◈ যে ওভারকোট জিয়া পরিবারের আর কখনো ফেরত দেওয়া হয়নি ◈ জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে নগদ ১৮ কোটি টাকা ◈ নতুন বছরে কমলো জ্বালানি তেলের দাম ◈ হলফনামায় প্রকাশ: কে কত ধনী — শীর্ষ রাজনীতিবিদদের আয় ও সম্পদের চিত্র ◈ বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের নজরদারিতে নোয়াখালীর সহকারী কোচ নিয়াজ খান ◈ ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ১৫ কোটি টিকেটের আবেদন  

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারাদেশে এ পর্যন্ত কোভিশিল্ড ১ কোটি ৯৩ হাজার ৩৪০, সিনোফার্ম ১৫৪৩ আর ফাইজারের ২৪০ ডোজ টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [৩] গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৩ জন, এদের মধ্যে পুরুষ নিয়েছেন ১৯২৭, নারী নিয়েছেন ১০৭৬জন। এপর্যন্ত ৭২ লাখ ৪৮,৮২৯ জন নিবন্ধন করেছেন। এদিকে মহানগরীর ২৮টি কেন্দ্র এবং ঢাকা বিভাগের আট জেলায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ আছে। ময়মনসিংহ বিভাগে ৩ জেলায়, চট্টগ্রাম বিভাগে ৮ কেন্দ্র, রাজশাহীতে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। খুলনা বিভাগে ৯টি জেলায়, বরিশাল বিভাগে ৩টি ও সিলেট বিভাগে ২টি কেন্দ্র সম্পূর্ণভাবে টিকা দেওয়া বন্ধ রয়েছে। রংপুর বিভাগের ৭টি জেলায় বন্ধ রয়েছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের এইচআইএস এণ্ড-ই-হেলথ এর পরিচালক মিজানুর রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে। বিএসএমএমইউতে ৮৪ জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৮ জনকে, শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ৭৮ জনকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে।

[৫] এদিকে ২৪ ঘণ্টায় বিএসএমইউতে ৪১৬ জনকে সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এপর্যন্ত ১৫৪৩ জনকে এই টিকা দেওয়া হয়েছে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে এপর্যন্ত ৮১৬ জনকে টিকা দেওয়া হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪৫০ এপর্যন্ত ৯৮২ জনকে।

[৬] এপর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনকে এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৪২ লাখ ৭৩হাজার ৩২৫ জন। দেশে ১ কোটি ৩ লাখ ডোজ ভ্যাকসিন এসেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো টিকাদান বিষয়ক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়