শিরোনাম
◈ নিম্নমানের কিট ক্যাট চকলেট বাজারজাতের দায়ে নেসলের এমডি ও কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ সিয়েরা লিওনে মানবদেহের অঙ্গের অবৈধ ব্যবসা: কালো জাদুর নামে শিশু–নারী হত্যায় শঙ্কিত দেশবাসী ◈ ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার বৈঠক  ◈ আবা‌রো নারী কাবাডি বিশ্বকাপের শিরোপা জিত‌লো ভারত ◈ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া ◈ সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত চাইল সরকার ◈ ঢাবির বিজয় একাত্তর হলে আগুন (ভিডিও) ◈ জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার: হাইকোর্ট ◈ যে ৪ প্রশ্নে হবে গণভোট, প্রধান উপদেষ্টার পেজে স্ট্যাটাস ◈ যুক্তরাষ্ট্র–কানাডাসহ ১৬ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন শুরু আজ রাত থেকে

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকা আমের মালাই কেক

ডেস্ক রিপোর্ট: আম এমনি একটি ফল যে কোনোভাবে খাওয়া যায়। লাচ্ছি কিংবা জুস বানিয়ে খেতে পারেন। আবার কেক বা পুডিং তৈরি করে। এটি খেতে খুবই সুস্বাদু। তাছাড়া তৈরি করাও খুব সহজ আমের মালাই কেক। ডেইলি বাংলাদেশ

তবে জেনে নেয়া যাক পাকা আমের মালাই কেক তৈরির রেসিপিটি-

উপকরণ: পাকা মিষ্টি আম তিনটি, ডিম দুইটি, চিনি ১/৪ কাপ, তেল দুই টেবিল চামচ, বেকিং পাউডার আধা চামচ, ময়দা আধা কাপ, পেস্তা বাদাম কুচি দুই টেবিল চামচ, কাঠবাদাম কুচি দুই টেবিল চামচ।

মালাইয়ের জন্য: তরল দুধ দুই কাপ, চিনি ১/৪ কাপ, গুঁড়া দুধ আধা কাপ।

প্রণালী: প্রথমে আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরা করে ব্লেড করে নিন। এবার একটি বাটিতে ডিমের সাদা অংশ নিয়ে বিট করে নিন। কিছুক্ষণ বিট করার পর তাতে চিনি দিয়ে আবারো বিট করে নিন। এবার তেল ও ডিমের কুসুম দিয়ে ভালোভাবে বিট করে নিন। ১/৪ কাপ আমের পিউরি দিয়ে আবারো বিট করে নিন। এবার বেকিং পাউডার, ময়দা চালুনি দিয়ে চেলে ওই ব্যটারের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি প্যানে কেকের ব্যটারটা ঢেলে দিন। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে মাঝারি আঁচে দুই মিনিট রাখুন। দুই মিনিট পর চুলার আঁচটা একদম কমিয়ে আরো আট মিনিট রেখে দিন। আট মিনিট পর নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

এবার কেকের মালাই জন্য একটি প্যানে চুলায় দুধ বসিয়ে দিন। দুধ ফুটে উঠলে তাতে চিনি ও গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে দুই কাপ দুধ এক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে বাকি যে আমের পিউরি ছিল সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার কেকের উপর মালাইটা দিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিন। এবার উপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন মজাদার পাকা আমের মালাই কেক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়