শাহীন খন্দকার: [২] মঙ্গলবার বাংলাদেশ হেলথ ওয়াচ ও আইসিডিডিআরবির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক ভার্চ্যুয়ালি ওয়েবিনারে এই তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, গবেষণায় উঠে এসেছে মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে ।
[৩] আইসিডিডিআর,বি আরও জানিয়েছেন, ৩ হাজার ২২০ জনের মধ্যে পাঁচ মাসের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বয়স্ক ও তরুণদের সেরোপজিটিভিটির (অ্যান্টিবডি তৈরির পরিমাণ) হার প্রায় সমান।
[৪] এদিকে মহিলাদের মধ্যে সেরোপজিটিভিটির হার ৭০.৬ শতাংশ, যা পুরুষদের (৬৬ শতাংশ) তুলনায় বেশি। যেসব অংশগ্রহণকারীদের (মোট ২২০৯) মধ্যে সেরোপজিটিভিটি পাওয়া গেছে তাদের মধ্যে শুধুমাত্র ৩৫.৫ শতাংশের ক্ষেত্রে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল।
[৫] আইসিডিডিআর,বি স¤প্রতি সার্স-কোভ-২ সংক্রমণের বিস্তার নির্ণয়ের জন্য একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণাটি ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তিসংলগ্ন এলাকায় বসবাসকারী সার্স- কোভ-২ এর উপসর্গযুক্ত এবং উপসর্গহীন ব্যক্তিদের ওপর করা হয়েছে।
[৬]এই সমীক্ষার মাধ্যমে সেরোপজিটিভিটি (রক্তে সার্স-কোভ-২ এর উপস্থিতি) সম্পর্কিত বিভিন্ন বিষয় বিশ্লেষণ করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম শহরে বস্তি ও বস্তির বাইরে বসবাসকারীদের মাঝে কোভিড-১৯ এর প্রভাব কারণ সর্ম্পকে আইসিডিডিআর,বি প্রধান গবেষকঃ ডাঃ রুবহানা রাকিব ও ড. আবদুর রাজ্জাক আরও বলেছেন, ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তি সংলগ্ন এলাকায় বসবাসকারী SARS-CoV-2 এর উপসর্গযুক্ত এবং উপসর্গহীন ব্যক্তিদের উপরে করা হয়েছে। এই সমীক্ষার মাধ্যমে সেরোপজিটিভিটি (রক্তে ঝঅজঝ-ঈড়ঠ-২ এর উপস্থিতি) সম্পর্কিত বিভিন্ন বিষয় বিশ্লেষণ গবেষণায় এতথ্য উঠে এসেছে।
[৭] এই সমীক্ষাটি ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের ফেব্রæয়ারি সময়ের মধ্যে পরিচালনা করা হয়। আইইডিসিআর,বি আরও বলেছেন, গবেষণায় দেখা গেছে,বস্তির বাইরে,বস্তিসংলগ্ন এলাকার নিম্ন-মধ্যম আয়ের মানুষের তুলনায় SARS-CoV-2 অ্যান্টিবডি সেরোপ্রিভ্যালেন্স বস্তিতে বেশি।
[৮] প্রতিরোধ মূলক ব্যবস্থার মধ্যে ঘনঘন হাতধোয়া, সংক্রমণ প্রতিরোধে প্রভাব ফেলেছে। সেরোপ জিটিভিটির সাথে যুক্ত অন্যান্য প্রভাবক কারণ গুলির মধ্যে রয়েছে, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং উচ্চরক্ত চাপ। মাঝারি কায়িক শ্রম যারা করে তাদের মাঝে সেরোপ জিটিভিটির সম্ভাবনা কম দেখা গেছে।