শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট পড়েছে ৬০.৭ শতাংশ ◈ তীব্র তাপদাহে স্কুল খোলার সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি ◈ রোহিঙ্গা সংকট মোকাবিলায় কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড: পররাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী ◈ বিএনপি দিনের আলোতে রাতের অন্ধকার দেখে: ওবায়দুল কাদের ◈ উপজেলা নির্বাচনে হার্ডলাইনে বিএনপি, ৭৩ নেতা বহিষ্কার ◈ যুদ্ধ বন্ধের শর্তেই ইসরায়েলি জিম্মিদের ছাড়বে হামাস ◈ হরলিক্স আর স্বাস্থ্যকর পানীয় নয়  ◈ বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী ◈ যে কোনো ভিসাধারী পবিত্র ওমরাহ পালন করতে পারবেন 

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ২১ জুন, ২০২১, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মতিন খসরু আসনে জয়ের পথে হাসেম খাঁন

রুবেল মজুমদার: [২] কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করে নিলেন জাতীয়পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ জসিম উদ্দিন।

[৩] বোরবার (২০ জুন) ছিলো মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ের পথে রয়েছেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন।

[৪] রোববার সন্ধ্যায় কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শওকত ওসমান বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৪ জুন প্রতীক বরাদ্দের দিন বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

[৫] সূত্রমতে, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ১৭ জুন আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল হাসেম খাঁন ও জাতীয় পার্টির জসিম উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। প্রতীক বরাদ্দের দিন ২৪ জুন। ২৮ জুলাই ভোট গ্রহণের তারিখ ছিলো।
প্রসঙ্গত- গত ১৪ এপ্রিল কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পান অ্যাড. আবুল হাসেম খাঁন।

[৬] তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার উত্তরগ্রামের বাসিন্দা। আবুল হাসেম খান বর্তমানে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়