শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছদ্মবেশে থেকে এক যুগে ৪০০ চুরি, নারীসহ আটক ৪

রাজু চৌধুরী : [২] ভদ্রবেশে থাকা একটি চোর চক্রকে গ্রেপ্তার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।
এই চোর চক্রকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে শনিবার বিকেলে পুলিশ জানায়, ভালো পরিবেশে বসবাস করে দীর্ঘ এক যুগে প্রায় ৪শ’ চুরির রেকর্ড এই চক্রের প্রধান ইমনের।

[৩] পুলিশ আরো জানায়, আত্মীয়-স্বজনের কাছে সে একজন স্বর্ণ ও সিএনজি ব্যবসায়ী এবং যেখানে বসবাস করে আশেপাশের লোকদের কাছে এস আলম এর সাথে বাসের ব্যবসায়ী হিসেবে পরিচিত। চুরিকৃত স্বর্ণালংকার বিক্রি টাকা ব্যাংকে জমা রাখে। সম্প্রতি ঘটে যাওয়া নগরের নন্দনকানন হরিশদত্ত লেইন, আন্দরকিল্লা রাজাপুকুর লেইন ও হেমসন লেইন এলাকার তিনটি বাসায় চুরি চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করে পুলিশ।

[৪] এসময় তাদের কাছ থেকে ৭ ভরি স্বর্ণসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।

[৫] গ্রেপ্তারকৃতরা হলেন, চোর চক্রের প্রধান মো. ইমন (৩২) ও তার স্ত্রী শাজাদা আক্তার প্রকাশ সাদিয়া (২০)। আরও দুই সহযোগী মো. আশ্রাব খান (৩৫) ও আনিকা সুলতানা প্রকাশ সানি (১৯)।

[৬] পুলিশ আরো জানায়, চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ৯টায় নগরের কোতোয়ালীর হেমসেন লেইন বড়ুয়া গলির বসুন্ধরা ভবনের ২য় তলার গৃহকর্তা বিয়ের অনুষ্ঠানে গেলে সে সুযোগে ১৭ ভরি স্বর্ণ, ৩শ’ প্রাইজবন্ড ও ১ লাখ ৫ হাজার টাকা চুরি করে ইমন ও তার সহযোগীরা। এই জুন মাসের ১৬ তারিখ একই দিনে দুই বাসায় চুরি করে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি করে এই চক্র।

[৭] কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, এই চোর চক্রের প্রধান মো. ইমন বিগত ১২ বছরে প্রায় চারশ’ চুরি করেছে। ইমন এর আগেও চার বার গ্রেপ্তার হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে সে আবারও চুরির পথ ধরে। ইমন ও তার সহযোগীরা রাতের বেলা চুরি করে না। দুপুরে বা সন্ধ্যায় বিভিন্ন বাসার তালা ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়