শিরোনাম
◈ সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ◈ ফ্ল্যাট–প্লট কিনতে ৪ কোটি টাকা পর্যন্ত ঋণ, কে পাবেন, কীভাবে পাবেন ◈ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’ ◈ স্ত্রীর হাত-পা বেঁধে জামায়াত নেতাকে হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল (ভিডিও) ◈ গণভোট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারণার নির্দেশ ◈ ৪ মার্কিন মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয় নি ভারত ◈ বাংলাদেশের পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী ◈ অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে ◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক শান্তি সূচকে ভারতের চেয়ে ৪৪ আর পাকিস্তানের চেয়ে ৫৯ ধাপ এগিয়ে আছে বাংলাদেশ

আসিফুজ্জামান পৃথিল: [২] শান্তি অর্জনে যুক্তরাষ্ট্রও বাংলাদেশের ৩১ ধাপ পেছনে, চীন পিছিয়ে ৯ ধাপ। দক্ষিণ এশিয়ায় শুধু হিমালয়ের বুকে অবস্থান করা ভুটান ও নেপালেই বাংলাদেশের চেয়ে বেশি শান্তি বিরাজ করছে। এই অঞ্চলে বিশ্বের অন্য অঞ্চলের চেয়ে শান্তির পরিমাণ কম। সবচেয়ে হিংসার পরিবেশ রয়েছে এই অঞ্চলেরই দেশ আফগানিস্তানে।

[৩] এই সূচকে নিয়মিতই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রতিবেশি দেশগুলো যদি প্রতিবছর একাধিক ধাপ করেও উন্নতি করে, আর বাংলাদেশ যদি নিজের অবস্থানও ধরে রাখে, তবে ভারত ও পাকিস্তানের বাংলাদেশকে স্পর্শ করতে কতে কয়েক দশক লেগে যাবে।

[৪] প্রতিবছরের মতো ২০২১ সালেও সিডনিভিত্তিক ইন্সটিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড পিস এই সূচক প্রকাশ করেছে। সূচকে বাংলাদেশের ৭ ধাপ উন্নতি হয়েছে। আর ভারত এগিয়েছে ৪ ধাপ। পাকিস্তানের ২ ধাপ অবনতি হয়েছে। ১৬৩টি দেশের মধ্যে সবার নিচে আছে আফগানিস্তান।

[৫] এছাড়াও এই তালিকায় বাংলাদেশের নিচে অবস্থান করা উল্লেখযোগ্য দেশগুলো হলো; সিরিয়া, রাশিয়া, তুরস্ক, ইউক্রেন, ইসরায়েল, ফিলিপাইন, সৌদিআরব, মিয়ানমার, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড ও আর্মেনিয়া।

[৬] বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। ১ দশমিক ১ স্কোর নিয়ে এবারও তালিকার শীর্ষে আছে দেশটি। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়